বাঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার... নারী আছে! কবিতার প্যারোডি নয়, কথা সত্যি! ছবির যে বাঘ, তা আসলে তিন নারীর পিঠে আঁকা। দক্ষিণ চীনের ফুজিয়ান প্রদেশের পথচিত্রশিল্পী (স্ট্রিট আর্টিস্ট) ওয়াং জিয়ান তিন কন্যাকে ক্যানভাস বানিয়ে এঁকেছেন এই বাঘ। অরেঞ্জ নিউজ
বৃক্ষশিল্প
আস্ত একটা গাছকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করেছেন অ্যান্ডি ও’নিল। ৪০ বছর বয়সী এই ভাস্কর কাজ করেন যুক্তরাজ্যের কেন্টের বেজবুরি বনে। গাছের গায়ে বিচিত্র সব ছবি ফুটিয়ে তোলেন অ্যান্ডি। আঁকাআঁকির উপকরণ কেবল একটা করাত! ডেইলি মেইল.
রঙের ঘর
জাপানি শিল্পী ইয়াওই কুসামা। বয়স ৮২ বছর। বয়স যা-ই হোক, মনে রং আছে তাঁর। বোঝা যায় এই শিল্পীর সাম্প্রতিক কাজগুলো দেখে। ছবিতে বিন্দু কিংবা বৃত্তের ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ্য এবং সিদ্ধহস্ত। আবার প্রমাণ রাখলেন একটা গোটা বাসা রং করে। প্রথমে পুরো ঘর আর আসবাবগুলো দুধ-সাদা রঙে রাঙিয়েছেন কুসামা। পরে বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন নানান রঙের বৃত্তাকার স্টিকার। বাচ্চাদের মনের আনন্দে সাদা ঘরের যেখানে-সেখানে সেঁটে দিয়েছে তা। সবশেষে দাঁড়িয়েছে নজরকাড়া শিল্পে। আগামী ১২ মার্চ পর্যন্ত জাপানে এই বিচিত্র ঘর প্রদর্শিত হবে। ডেইলি মেইল ও অরেঞ্জ অনলাইন