তুমি আমার বন্ধু হয়ে জানালে ফেইসবুকে
তুমি স্যাপিওসেক্সুয়াল
আমি তাত্তাড়ি অন্তর্জাল ঘেঁটে বের করলাম তার অর্থ।
আমি এক এলেবেলে পাবলিক,
বুদ্ধিও সাধারণ অতি,
খেতে ভালবাসি ভালমন্দ
বুদ্ধির চর্চা করিইনা কখনোই
আমি রীতমত ভয় পেয়ে গেলাম,
তুম নিশ্চয়ই বুদ্ধিমান প্রানী খুঁজছ।
আ্মি কিভাবে তোমার চাহিদা পূরণ করি!
আমার নিদ্রা, নৃত্য, সংগীত, জারিত দ্রাক্ষা
আর প্রিয়দর্শিনীর সংগই আমার পৃথিবী।
আমি আর তোমার পোস্টে লাইক দেইনা
মন্তব্য করিনা, এই ভয়ে যে আমার মন্তব্যেই
তুমি বুঝে নেবে যে আমি অঘা মাল,
তোমার লেখা আমার কাছে হিব্রু বা গ্রিক।
তুমি আমাকে নক করো, আমি ভয় পাই।
তোমার তিন বাক্যের উত্তর দেই আমি এক সিলেবেলে।
একদিন আমাকে খুর রেগে গিয়ে জিজ্ঞেস করলে
তুমি কি যথেষ্ঠ রূপসী নও যে আমি এডিয়ে যাই তোমাকে?
আমি স্বীকার করলাম তুমি অপরূপা,
যে কোন প্রিন্স চার্মিংয়ের স্বপ্নের অপ্সরা।
শুধু আমারই কোন বুদ্ধিবৃত্তিক চর্চা নেই।
২৫/১১/১৯, কালসি, সন্ধ্যা ৭:৩৫