আবারো থ্রিলার প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছি...
.
কিছুদিন আগে সেরা সাতটি মালায়ালাম থ্রিলার সাজেস্ট করেছিলাম। সবগুলো দেখা শেষে আরো কিছু সাজেস্ট চেয়েছেন অনেকেই। তাই আজ আবারো হাজির হলাম প্রিয় কিছু থ্রিলার মুভি নিয়ে।
.
.১ম পর্ব হিসাবে "সেরা ৭টি মালায়ালাম থ্রিলার সাজেশন্স" পোস্টটি। এটা ২য় পর্ব। মোট ৩ পর্বে সমাপ্ত।
.
এ পর্বে সাউথের ৯টি থ্রিলার সাজেস্ট করলাম। আশা করি এ মুভিগুলোও আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
-
-
-
১। Thani Oruvan (২০১৫)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ জয়াম রবি, নয়নতারা, অরবিন্দ স্বামী।
→ IMDb রেটঃ ৮.৯/১০
→ গতবছরের সবচেয়ে আলোচিত তামিল সিনেমা। IMDb এর টপ রেটেড মুভিগুলোর একটা। পুরো মুভিটাই বুদ্ধির খেলা! যেখানে কখনো নায়ককে ছাপিয়ে ভিলেন, কখনো ভিলেনকে ছাপিয়ে নায়ক! টানটান উত্তেজনাকর এই মুভিটিকে ৯.৫/৯ এর নিচে রেটিং করার উপায় কারো নেই! শীঘ্রই নির্মাণ হতে যাচ্ছে "থানি ওরুভান টু"। এছাড়া এটার তেলুগু রিমেকের শ্যুটিং চলছে। মূল চরিত্রে আছেন রাম চরণ।
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ bit.ly/23u9Urt
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1rZx1z4
→ সাবটাইটেলঃ bit.ly/1SRgGpT
.
.
২। Kshanam (২০১৬)
→ ভাষাঃ তেলুগু।
→ প্রধান চরিত্রঃ আদিভি শেষ, আদাহ শর্মা।
→ IMDb রেটঃ ৮.৬/১০
→ এক মেয়ের কিডন্যাপ/মিসিং এর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত! টানটান উত্তেজনা আর রহস্যে ভরা গল্প। তেলুগুতে এ ধরনের মুভি দেখা যায় না বললেই চলে। মাস্ট ওয়াচ বললেও খানিকটা কম হয়ে যাবে! আমি সিউর যে মুভিটি সবার কাছেই ভালো লাগবে। এটার হিন্দি রিমেক স্বত্ব বিক্রি হয়ে গেছে। লীড রোলে দেখা যেতে পারে সালমান খানকে।
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1O2dhUP
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1RFn1CY
→ ইংরেজী সাবটাইটেল উপরের লিংকের সাথেই যুক্ত।
.
.
.
৩। Ko (২০১১)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ জীভা, আজমল আমির, কার্থিকা নায়ের।
→ IMDb রেটঃ ৭.৮/১০
→ আমার অত্যাধিক প্রিয় পলিটিক্যাল থ্রিলার। এমন কিছু ঘটবে, যা আপনি কখনোই প্রত্যাশা করেননি। বর্তমানে সময়ের রাজনীতির চিত্র দারুণভাবে তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। সকলের জন্যেই এটি মাস্ট ওয়াচ! ২০১৩ সালে কলকাতায় এটি রিমেক হয় "কানামাছি" নামে। অঙ্কুশ, আবির ও শ্রাবন্তী ছিলো প্রধান চরিত্রে। সামনেই মুক্তি পেতে যাচ্ছে "কো টু"।
→ সাবসহ ইউটিউব লিংকঃ bit.ly/21DnqJY
.
.
.
৪। Pizza (২০১২)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ বিজয় সেথুপতি, রেমিয়া নেমবিসান।
→ IMDb রেটঃ ৮.১/১০
→ সুপারন্যাচারাল থ্রিলার! বেশ ভয়ঙ্ককর একটা মুভি! যাদের হার্ট একটু উইক, তারা ডরাইতেও পারেন! লাস্টের টুইস্টস যে কেউই হতবাক হতে বাধ্য! কার্থিক সুব্বারাজ, যিনি এই মুভির পরিচালক ও লেখক, তার মাথায় এমন গল্প আইলো ক্যামনে!! পরবর্তীতে কন্নড়, বাংলা ও হিন্দিতে এইটার রিমেক হয়েছে। হিন্দিতে একই নামে, বাংলায় "গল্প হলেও সত্যি"। ২০১৩ সালে পিজ্জার সিক্যুয়েল "পিজ্জা টু" মুক্তি পায়। তবে সেটা এতটা ভালো নয়।
→ সাবসহ ইউটিউব লিংকঃ bit.ly/1T29S7D
.
.
.
৫। Kanithan (২০১৬)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ অথর্বা, ক্যাথেরিন ত্রেসা।
→ IMDb রেটঃ ৬/১০
→ কষ্ট করে পড়ালেখা করে, পরীক্ষায় পাশ করে একটি ভালো চাকরী পেলেন। হঠাৎ আপনাকে পুলিশে ধরে নিয়ে গেলো! কেননা, আপনার সার্টিফিকেট দেখিয়ে এডুকেশনাল লোন নেওয়া হয়েছে! কিন্তু আপনি কোনোপ্রকার লোন নেননি! কেমন লাগবে তখন?? ঠিক এমনই গল্প নিয়ে কানিথান মুভিটি। আমার মতে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্র মুভিগুলোর মধ্যে অন্যতম সেরা প্লট এটি। ভালো লাগার গ্যারান্টি!
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1Ycwy6i
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/23ulqDn
→ সাবটাইটেলঃ bit.ly/1ZlRmZj
.
.
.
৬। Naan (২০১২)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ বিজয় এন্টনি, রুপা মঞ্জারি।
→ IMDb রেটঃ ৭.৮/১০
→ দারুণ একটি থ্রিলার! বিজয় এন্টনির চরিত্রটিই রহস্যজনক। যাকে কেউ চেনে কার্তিক নামে, কেউ চেনে সেলিম নামে, কেউবা আবার আরো অন্য নামে! বেশ রোমাঞ্চকর একটা মুভি! কলকাতায় এটি "অমানুষ টু" নামে রিমেক হয়েছে। তবে সেটি আমার তেমন ভালো লাগেনি। "নান" অনেক সুন্দর। তাই যারা "অমানুষ টু" দেখে নিয়েছেন, তাদের কাছেও অরজিনাল অর্থাৎ এই মুভিটি দেখার অনুরোধ থাকবে।
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1T4KNMk
→ সাবটাইটেলঃ bit.ly/1NlAqlh
.
.
.
৭। Vettah (২০১৬)
→ ভাষাঃ মালায়ালাম।
→ প্রধান চরিত্রঃ কুঞ্চাকো বোবান, মাঞ্জু ওয়ারিয়ার, ইন্দ্রজিত।
→ IMDb রেটঃ ৬.৫/১০
→ মালায়ালাম থ্রিলারগুলো বরাবরই বেশি ভালো হয়। এটিও তাদের সেরা থ্রিলারগুলোর একটা। প্রতিশোধের কাহিনি নিয়েই মুভিটি! সবকিছুই রহস্যে ঘেরা, কোনো কিছুই প্রেডিক্টেবল নয়। এটিকেও মাস্ট ওয়াচ মুভিই বলবো!
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/23W9iR5
→ সাবটাইটেলঃ bit.ly/1TrIsFa
.
.
.
৮। Naan Sigappu Manithan (২০১৪)
→ ভাষাঃ তামিল।
→ প্রধান চরিত্রঃ বিশাল, লক্ষ্মী মেনন।
→ IMDb রেটঃ ৬.৬/১০
→ মানিসক থ্রিলার! narcolepsy রোগে আক্রান্ত সিনেমার ইন্দ্রন (বিশাল)। এটা এক ধরনের Sleeping Disorder! হঠাৎ চমকে উঠলে, বেশী ভয় পেলে, অতিরিক্ত খুশি বা দুঃখ পেলে, যেকোন জোরালো অনুভূতিতেই ধুম করে ঘুমিয়ে পড়ে! যেখানে সেখানে, যখন তখন! ঘুমন্ত অবস্থায় সব শুনতেও পায়। এই রোগের জন্য সে চাকরী পায় না, কোন মেয়ে তাকে বিয়ে করতে চায় না। মীরা (লক্ষ্মী মেনন) এক ধনী পরিবারের মেয়ে। ইন্দ্রনের সাথে ওর পরিচয় হয়, তারপর প্রেম। নানান ঘটনার পর একরাতে চারজন অচেনা লোক ওদের রাস্তায় আটকায়, আর ইন্দ্রনের সামনেই মীরাকে গণধর্ষন করে!! কিন্তু ইন্দ্রন নিরুপায়! বেচারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন.... এই লোকগুলো কারা? এদের উদ্দেশ্য কি? দুর্বল ইন্দ্রন কি পারবে প্রতিশোধ নিতে? জানতে হলে দেখুন মুভিটি।
→ টরেন্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1WNGUL5
→ সাবটাইটেলঃ bit.ly/1TvAPhe
.
.
.
৯। The Thriller (২০১০)
→ ভাষাঃ মালায়ালাম।
→ প্রধান চরিত্রঃ পৃথবীরাজ, ক্যাথেরিন ত্রেসা।
→ IMDb রেটঃ ৪.৩/১০
→ মালায়ালাম ভাষার থ্রিলার। লীড রোলে পৃথবীরাজ। পৃথবীর ক্যারেক্টার পুলিশ অফিসার। আর কি চাই!! মুভিটা নিশ্চিতভাবে সবার ভালো লাগবে।
→ হিন্দি ডাবিং ইউটিউব লিংকঃ bit.ly/26ZOTto
-
-
-
ডাব লাগলে গাছ থেকে পেড়ে নিন! কমেন্টে ডাব চেয়ে লজ্জা দিবেন না। ডাব বা নারিকেল, কিছুই আমি দিতে পারবো না! :v (শুধুমাত্র ৯নং মুভিটির ডাব আছে)
.
.
.
সবগুলো মুভিই কম/বেশি ভালো লাগবে। বোরিং হবেন না বা খারাপ লাগবে না, এ কথা নিশ্চয়তার সাথেই বলতে বলতে পারি। যার যেইটা দেখতে বাদ আছে, দেখে নিয়েন। কোনটা কেমন লাগে গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েন। আর যারা সবগুলো দেখেছেন, তাদের জন্য এক বালতি ভালোবাসা!! :*
.
.
.
৩য়/শেষ পর্বে থাকবে আরো কিছ সাউথ মুভি সাজেশন্স। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৮