জ্ঞানী লোকেরা বলে গেছেন অভিজ্ঞতা দু'ধরণের।
(১)প্রত্যক্ষ এবং
(২)পরোক্ষ ।
প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য চোখ-কান খোলা রাখা এবং মস্তিষ্ক ব্যবহার করাই যথেষ্ট ।
আর পরোক্ষ অভিজ্ঞতাকে কাজে লাগানো অনেক জটিল। অনেক পরিশ্রমসাধ্য।
নিউটন যে অভিজ্ঞতালাভ করেছিলেন তা তিনি লিখে গেছেন(ডারউইন)।
সেগুলো হজম করে তবে সেই অভিজ্ঞতার স্বাদ পাওয়া যায় । তাকে নিজের করে নেয়া যায়।শুধুমাত্র চোখ-কান ব্যবহার করেই এই অভিজ্ঞতা নিজের করা যায় না।
প্রত্যক্ষ অভিজ্ঞতাকে পরোক্ষ অভিজ্ঞতা হিসেবে প্রয়োগ করতে গেলে শুরু হয়
বিপত্তি।
আপনার সন্তানকে সূ-সন্তান করতে চান
এটাই স্বাভাবিক। নিজের জীবনের ভূলগুলোকে কি ভূল বলে স্বিকার করেছেন?
আপনার সন্তানকে কি বলেছেন
আপনি বাবা-মা'কে
ফাকি দিয়ে আড্ডা মেরেছেন।বই কেনার নাম করে টাকা দিয়ে সিগারেট ফুকেছেন।
কোচিং করতে যাওয়ার কথা বলে ঝোপ ঝাড়ের আড়ালে টাংকি মেরেছেন ।
এগুলো না করলে আপনার অবস্থান আরও অনেক উচুতে থাকতে পারত।
বিষয়টা তার কাছে পরিস্কার করুণ।
এখানেই আপনার অভিজ্ঞতা আপনার সন্তানের কাজে লাগানো সম্ভব ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:১৬