দিল্লীর মেয়েটি মারা গেছেন।সকল কষ্টের তাঁর অবসান হয়েছে,জীবনের জন্যে যুদ্ধের অবসান হয়েছে,সকল দুশ্চিন্তার অবসান হয়েছে।তাঁকে আর বাস-অটো-রাস্তায় প্রতিদিন টিজিং নিয়ে ভয় পেতে হবেনা,সকালে ঘুম ভেঙে আজ কে কোথায় না জানি কী বলবে,কী করবে,এ নিয়ে চিন্তা করে কপালের ঘাম মুছতে হবেনা..বেঁচেই গেলেন তিনি পুরুষের জন্যে তৈরি হওয়া,পুরুষ দ্বারা শাসিত এই বর্বর সমাজের বেড়াজাল থেকে যেখানে নারী সেই আদিকাল থেকেই শোষিত,নিপীড়িত সবখানে,সকল সময়ে।ভালোই হলো বলা যায়।এই বছরে দিল্লীতে হওয়া ৬২৯ টি ধর্ষণের পর ৬৩০ নাম্বারে এবার হয়তো আর কিছুদিন পরই সব বাদ-প্রতিবাদ-সভা-মিছিল শেষ হয়ে যাবেনা,হয়তো এবার কার্যকর কিছু হবে..হয়তো নারী তাঁর তুচ্ছ জীবন দিয়ে এইটুকুন 'ভালো' কিছু করে যেতে পারলেন..দেখা যাক।
আমরা কি ভেবে দেখেছি আমাদের দেশের অবস্হাও অচিরে দিল্লীর মতো হয়ে যেতে পারে?ইভ টিজিং যে হারে বাড়ছে তাতে এখনই সতর্ক হওয়া,পদক্ষেপ নেয়া জরুরী। নাহলে কবে হয়তো আমারই জন্যে কোন এক কাক ডাকা ভোরে আর কোনো দূর্ভাগা দূর্বল নারীকে লিখতে হবে এরকম কষ্টভরা নিষ্ফল পোস্ট,নিষ্ফল বলার জন্য..ক্ষমা করো মেয়ে পুরুষদের..আমাদের,আমাদের 'সভ্যতা'(!)-কে,মানবজাতিকে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০০