আমি একজন ব্যাংকার,এক্স-ব্যাংকার।চাকরী সদ্য ছেড়ে দিয়েছি,কেন ছাড়লাম সেটাই এই পোস্টের প্রতিপাদ্য।
ব্যাংকার = বাটপার,ব্যাংকে ঢুকেই এক সিনিয়রের কাছে এই কথাটা শুনে কিছুটা ক্ষেপে গিয়ে বলেছিলাম,সততা নিজের কাছে।সরকারী চাকুরে ঘুষ খাননা এমনও তো হয়।শানু আপা(সিনিয়রটি)
তিক্ত হেসে বলেছিলেন,ব্যাংক ওরচে' খারাপ জায়গা;সিনিয়র/ম্যানেজার/ম্যানেজমেন্ট বলবে আর তুমি শুনবেনা তাতো হবেনা!না শুনলেই ঝামেলা পোহাবে অথবা চলে যাবে..একটু ভয় পেয়েছিলাম বটে,তবে প্রথম চাকরীর যোশে অত পাত্তা পায়নি ব্যাপারটা।সত্যিকার অর্থে প্রথম দেড় বছর সিনিয়রিটি কি জিনিস টের পেলেও তাতে কোনো অসততার কিছু পাইনি।শুধু মাঝেমাঝে সিনিয়ররা ম্যানেজারের এটা-ওটা(ক্রেডিট সেকশন বিশেষ করে)দুই নম্বরী নিয়ে কথা বলতেন,গজগজ করতেন;সবার কথা ছিলো তাকে কেন ম্যানেজার জড়াচ্ছেন!যাই হোক,তখন আমার নিজের অশান্তির কিছু ছিলোনা,মোস্ট জুনিয়র বলে কথা,দিনগুলো বড় শান্তির ছিলো।
ব্যাংক বদলালাম তিন বছর পর।ইসলাম ধর্ম সুদ নিয়ে যা বলেছে তার গূরুত্ব বুঝলে আর তাতে আমল করতে গেলে সুদী ব্যাংকে কাজ করা অসম্ভব।Qur'an বলছে-(O ye who believe! Fear Allah, and give up what remains of your demand for usury, if ye are indeed Believers. If ye do it not, take notice of war from Allah and His Messenger: but if ye turn back, ye shall have your capital sums; deal not unjustly, and ye shall not be dealt with unjustly) (Al-Baqarah 2:278-279).
আর ও বলছে-(Allah permitteth trading and forbiddeth usury) (Al-Baqarah 2:275).
তাই নামী ভাল অবস্হার non-islamic ব্যাংক ছেড়ে,promotion ছেড়ে,কম বেতনে একটু খারাপ অবস্হার ইসলামিক ব্যাংকে গেলাম,but I was Alhamdulillah satisfied mentally that I'm following my Lord's command.
যাই হোক,আমি জয়েন করার পর দেখলাম সদ্য ট্র্যাডিশনাল থেকে ইসলামী হওয়া ব্যাংকটি শনৈ: শনৈ: করে আগে বাড়ছে, অন্য ইসলামিক ব্যাংকগুলো পেছনে পড়ে গেল, আমার বেতন অনেক বেড়ে গেল,আলহামদুলিল্লাহ্ বলে শান্তিতে ছিলাম।তবে বেশীদিন এই শান্তি রইলোনা,যেদিন থেকে ইনভেস্টমেন্ট নামক ডিপার্টমেন্টে আমাকে শিফ্ট করা হলো।
আগে জানতাম investment division (ট্র্যাডিশনাল ব্যাংকিং যাকে বলে credit division) এ কাজ করা সম্মানজনক ব্যাপার,foreign exchange-এর পর ব্যাংকের সবচে বেশী মাথা খাটানোর জায়গা;কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম,এ বড়ই খারাপ জায়গা!দুই নাম্বারীর চূড়ান্ত আপনি এখানে করেন দেখবেন!যেমন:
১.ইসলামিক ব্যাংকিং এর নিয়ম হলো যে জিনিসের জন্যে আপনি ব্যাংকের কাছে আবেদন করছেন সে জিনিসটি(যেমন গাড়ি,দোকানের স্টক) ব্যাংক আপনাকে কিনে দিবে,কিন্তু বাস্তবে তা হয়না।ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিচ্ছে!প্রশ্ন করুন টাকা কিভাবে দিচ্ছে?বলছি।ধরুন আপনি মুদী দোকানদার,এস.এম.ই লোন (ইসলামিক্যালি লোন বলা যায়না)নিতে চান,আসলেন তথাকথিত ইসলামী ব্যাংক্বে,যদিও আপনি ইসলামের ধার ধারেন না।তারা আপনাকে বলবে আপনি যেসব দোকান থেকে মাল কেনেন সেরকম যেকোনো দুইটি দোকানের কোটেশন নিয়ে আসেন,যেটার খরচ কম তার থেকে বিক্রি রশীদ নিয়ে আসেন।আপনি খুব খুশীমনে নিজে লিখে/প্রিন্ট করে,ওসব দোকানের ভূয়া সীল মেরে নিয়ে আসলেন কোটেশন আর বিক্রি রশীদ।কেউ দোকান verify করবেনা!আরে ভাই,আপনি যদি খেলায় নতুন হোন তো ব্যাংক আপনারে শিখায় দিবে কি করতে হবে

২.ধরেন আপনি বড়/নামী/টাকাওয়ালা পার্টি।তখন আবার service পাবেন প্রাইভেট ইসলামিক ব্যাংক্বের।কি তা?ব্যাংক নিজে সব কাগজ বানিয়ে আপনাকে কোনো কষ্ট না দিয়ে টাকাটা আপনাকে দিয়ে ধন্য হবে।আপনি জানবেনও না কোন খাতের ইসলামিক investment আপনি করলেন!
৩.আপনি যদি এম ডি/ডি এম ডি/ডিরেক্টর/শরিয়াহ্ কাউন্সিল/প্রভাবশালী লেভেলের recommendation নিয়ে আসেন তবে তো আর কথাই নাই!আমি অধম resign দেবার কিছুদিন আগে ৩০ কোটি টাকার জন্যে খোদ শরিয়াহ্ কাউন্সিল-এর একজন লোককে ব্যাংকের চেয়ারম্যানের সুপারিশে ম্যানেজারের সাথে হম্বিতম্বি করতে দেখেছি (ম্যানেজার এত টাকা হাওয়ায় ছাড়তে ভয় পাচ্ছিলেন)।
৪.আর এরপর ব্যাংকে এসে একজন ধর্মপ্রাণ মানুষ সুদ খেতে হবেনা তো,এই আশংকা ব্যক্ত করলে আমরা কর্মকর্তারা সমস্বরে(with manager )বলি,কি বলেন?!২০০% সুদ মুক্ত ব্যাংক আমাদর অমুক ইসলামী ব্যাংক!
আরো অনেক কিছুই বলা যায়,তবে সেসব non Islamic traditional ব্যাংকেও থাকে বলে বাদ দিলাম।এই অবস্হায় প্রায় দুই বছর দুইটি ব্রান্চে কাজ করে,নিজের সাথে যুদ্ধ করে হেরে গিয়ে অবশেষে চাকরী ছেড়েই দিলাম।আমি চুনোপুটি মানুষ,প্রতিবাদের এরচে' ভাল কোনো উপায় আমার আর জানা ছিলোনা।প্রশ্ন করতে পারেন কেন দুই বছর লাগালাম সিদ্ধান্ত নিতে..Well,I needed the job for the time being,উপায় ছিলোনা।May Allah forgive me for that period.
দুইটা অনুরোধ যারা ইসলামী ব্যাংকিং করেন তাদের জন্য রইলো,
১.আপনি ইসলামী অনুশাসনে চলতে না চাইলে traditional ব্যাংকে যান।নাহলে নষ্ট একটা system কে আরও নষ্ট করবেন না please.
২.আর যারা sincere সুদমুক্ত থাকার ব্যাপারে,তারা খোঁজখবর নিয়ে ব্যাংকটি কেমন সেটা আগে জেনে তারপর টাকা রাখুন।যদিও কাজটা কঠিন,তবু সতর্ক হোন।আপনারা সতর্ক,সচেতন হলেই কোনো একদিন এই ভন্ডামী শেষ হবে;মালয়েশিয়ার মতো আমরাও rich,sincere ইসলামিক ব্যাংকিং করতে পারবো ইনশাআল্লাহ।
যেসব ইসলামিক ব্যাংকগুলো এইসব ভন্ডামী করছেন তাদের কাছে প্রশ্ন রেখে শেষ করছি,কেন আপনারা traditional থেকে এই sector-এ ব্যবসায় এলেন যদি ধর্ম নিয়ে মানুষের অনুভূতিকে এভাবে খেলো করতে চান?শুধু ইসলামী নামটা ভাঙানোর জন্যে?মানুষ ঠকানোর সেই অধিকার কে দিলো আপনাদের?
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮