একশ একটা কবিতা হৃদয়ে চেপে
থিসিস রিপোর্ট লিখতে বসি রোজ ।
চাপিয়ে দেয়া গন্তব্যের পথে
সকাল সন্ধ্যা দমবন্ধ লোকাল বাস ,
ঘর মানেই গ্যাস কারেন্ট পানি আর সম্পর্কের টানাপোড়ন ।
এরিমধ্যে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখি কর্পোরেট হাসি ।
ঝা চকচকে মুখোশে স্বাচ্ছন্দে ঘুরিফিরি।
অতল তলে ডুবতে ডুবতে হঠাৎ ভেসে উঠি।
আমার অভিধানে চমৎকার কিছু শব্দ ছিল ,
সেকেলে বলে বলিনা আর।
মস্তিষ্কের কোষেই মরে কবিতার ভ্রুণ।
গোঁজামিল দিয়ে মেলাতে থাকি জীবন নামের অংক ।
সেই কবে থেকে মরীচিকার পিছে ছুটছি তো ছুটছি ;
ক্লান্তিকে পিঠ চাপকে বলি
সারভাইভাল ফর দ্য ফিটেস্ট ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬