তোর কিনতু-কিনতু চোখে, নীল মায়াবি আলোকে উঠছে ঝিলমিলিয়ে রং
তোর বিন্দু-বিন্দু ঘামে, গভীর হাতছানিরা নামে থাক মুগ্ধতা বরং
তোকে ধুয়ে-মুছে রাখলে, তোর কাছাকাছি থাকলে থাকে আলোকবর্ষ থেমে
তোকে আজগুবি দেখাব, ঠোঁটে রামধনু ঠেকাব তুলে রাখব ফোটোফ্রেমে
আবার ভেঙে করব চুরমার, তোর আঁকব ছবি বারবার জমানো স্বপ্নভাঙা কাচে
তোকে ঝরিয়ে দিয়ে অঝোরে, সৃষ্টি লন্ডভন্ড করে এক ময়ূরী নাচে।
নাচে, নাচে…