ছবি ব্লগ অনেক জমে উঠেছে। কিছুটা দেরি করে ফেললাম বলেই মনে হচ্ছে, তারপরও বেটার লেইট দেন নেভার। পোস্ট করছি আমার তোলা প্রিয় কিছু ছবি। জল, স্থল ও অন্তরীক্ষের মধ্যে জলই আমাকে বেশি টানে। তাই এই পোস্টের সকল ছবিই জলের খুব কাছাকাছি।
আমি একাকী একাকী একাকী:
কোথাও কেউ নেই:
মেঘের আড়ালে লুকোচুরি:
যাত্রীরা হুশিয়ার:
শেষ বিকেলের মেয়ে:
আহা কি আনন্দ আকাশে বাতাসে :
হটাৎ বৃষ্টি:
জলপ্রপাত নিরন্তর:
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ রাত ১:০১