আফগানদের কাছে আবারো (পরপর তিনবার) ধরা খেলো বাংলাদেশ | এবারও আফগানরা আমাদের চেয়ে ভালো খেলেই জয় লাভ করেছে | আমাদের ক্রিকেট একজায়গায় স্থির হয়ে পড়লেও আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে স্থান পাওয়ার পর ধীরে ধীরে উন্নতি করে চলেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করবে |
জাতি হিসাবে আমাদের জন্য এটি একটি সতর্ক সংকেতের মতোই কাজ করবে | কারণ আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং মিডিয়াগুলো বিভিন্ন আবেগীয় পরিসংখ্যান দিয়ে আমাদের বিভ্রান্ত করছে - - ৫৩তম স্যাটেলাইটের মালিক, ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, দশম রেমিটেন্স আয়কারী আরো কতকি | কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু ক্রিকেটই নয়, অন্যান্য বিষেয়েও আপেক্ষিকভাবে অনেক দেশের তুলনায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারছি না | এই বিশ্বায়নের যুগে অধিকাংশ দেশই উন্নতির জন্য মরিয়া হয়ে রয়েছে | আমরা কখনো ভাবিনা যে আমাদের প্রতিপক্ষরা কচ্ছপের মতোই ধীরে ধীরে এগিয়ে চলছে এবং আমাদের পেরিয়ে যাচ্ছে | আমাদের অতি আবেগিয়ও মানসিকতা, দেশের নেতিবাচক রাজনীতি, দুর্নীতি এবং অথর্ব আমলাতন্ত্র সহ বিভিন্ন কারণেই আমরা আগের অবস্থান ধরে রাখতে পারি না |
আমাদের দেশ ও জাতির কর্ণধারদের চেতনা জাগ্রত হবে কি ?