আফগানদের কাছে পরপর দুবার ধরা খেলো বাংলাদেশ | মিডিয়া এবং আমরা বাংলাদেশ সমর্থকরা যতই পরাজয়ের নানা কারণ উদঘাটনে গবেষণা করি না কেন, চরম অপ্রিয় সত্য হচ্ছে আফগানরা আমাদের চেয়ে ভালো খেলেই জয় লাভ করেছে | আমরা টেস্ট স্ট্যাটাস পেয়ে ঈশপের গল্পের খরগোশের মতো তিড়িংবিড়িং করে ছুটে গিয়ে একজায়গায় স্থির হয়ে পড়েছি বা ঘুমিয়েই পড়েছি, আর আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে স্থান পাওয়ার পর ধীরে ধীরে উন্নতি করে চলেছে এবং আমার মনে হয় এরা ভবিষ্যতে আরো উন্নতি করবে |
বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা বড়োই আবেগপ্রবণ | কয়েকটি খেলায় ভালো করেই আমরা ধরাকে সরা জ্ঞান করে বসি, দম্ভে আমাদের পা আর মাটিতে পরে না | তখন কোচ থেকে শুরু করে অন্যান্য দেশগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করতে আমাদের মোটেই বাধে না, আমরা খুব সিরিয়াসলিই তা করে থাকি, অনেকটা খরগোশের মতোই |
শুধু ক্রিকেটই নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা কোনো পরিসংখ্যানগত তথ্যে সামান্য এগিয়ে যাওয়ার সংবাদ শুনলেই বীরদর্পে লম্ফোঝমফ শুরু করি - ৫৩তম স্যাটেলাইটের মালিক, ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, দশম রেমিটেন্স আয়কারী আরো কতকি | আমরা ভুলে বসি, যে কোনো অবস্থানই আপেক্ষিক, এবং এই বিশ্বায়নের যুগে অধিকাংশ দেশই উন্নতির জন্য মরিয়া হয়ে রয়েছে | আমরা কখনো ভাবিনা যে আমাদের প্রতিপক্ষরা কচ্ছপের মতোই ধীরে ধীরে এগিয়ে চলছে এবং আমাদের পেরিয়ে যাচ্ছে | আমাদের অতি আবেগিয়ও মানসিকতা, দেশের নেতিবাচক রাজনীতি, দুর্নীতি এবং অথর্ব আমলাতন্ত্র সহ বিভিন্ন কারণেই আমরা আগের অবস্থান ধরে রাখতে পারি না |