আজ আমার খুব খুব প্রিয় এক কইন্যার বিবাহ! সে আপনাদের অতি পরিচিত ব্লগার " সমুদ্রকন্যা" আর যার সাথে সে জীবনটাকে বাঁধতে যাচ্ছে সেও কিন্তু আপনাদের অতি প্রিয়, জনপ্রিয় ব্লগার " হাসান মাহবুব" বা হামা। এই দুই প্রিয় দুই ব্লগার আজ দু থেকে এক হতে চলেছেন।
সমুদ্র কন্যার সাথে আমার পরিচয় বছর তিনেক আগে এই সামুতে। তখন থেকেই তাকে আমি কইন্যা বলে ডাকি। সে আমার অত্যন্ত স্নেহ, আদরের কইন্যা। অত্যন্ত মায়াবী আর নরম মনের মিষ্টি মেয়ে সমুদ্র কন্যা। আর হামার সাথেও পরিচয় এই সামুতেই। কিন্তু প্রথম পরিচয়েই হামা আমায় প্রচন্ড ভড়কে দিয়েছিলেন। উনার আচরনে নিরিহ আমি এতোটাই ভড়কে গিয়েছিলাম যে ভয়ে হামার পোস্টে মন্তব্য তো দুরের কথা ঢুকতামই না। ( অফ লাইনে ঢুকে উনার লেখা পড়তাম। কিন্তু আমার ভাঙ্গা পুরোনো এন্টিনার অনেক উপর দিয়ে তার লেখাগুলো সাঁইসাঁই করে চলে যেতো।)
আমি তো প্রথমে ভেবেছিলাম হামা মানেই প্রচন্ড রাগী, বদ-মেজাজী একজন মাঝ-বয়সী মানুষ হবেন। পরে দেখি ওমা! এতো পিচকি একটি পোলা। পিচকি হলে কি হবে! ধানী লঙ্কা!
এবার সুযোগ এসেছে সেই ধানী লঙ্কাকে ভর্তা বানাবার। আর সে অধিকার আমায় দিয়েছে স্বয়ং আমার কইন্যা। যাক! পরের কথা পরে! এখন আসুন আমরা সবাই এই নব-দম্পতির জন্য শুভ কামনা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই।
প্রথমেই ফুলেল শুভেচ্ছা।
সমুদ্রকন্যা ও হাসান মাহবুব ( হামাকে) অভিনন্দন!
এখন আপনারা সবাই মিষ্টি মুখ করে নব-দম্পতিকে আশীর্বাদ/দোয়া করুন।