
সেদিন ছিলো আমার এক ছোট্ট পরীর জন্মদিন। মানুষের জন্মদিন হলে নাহয় কথা ছিলো। পরী বলে কথা।


যাচ্ছি--- যাচ্ছি--- যাচ্ছি--- পথ মনে হয় আর ফুরোয় না। হঠাৎ দেখি একটা মা তার ছানাকে ঘুম পাড়ানি গান শুনাচ্ছে। দেখে মনে হলো বোধহয় পরী-মা আর ছানা।

পরী-মার হাতে বাতি দেখে কত কাকুতি মিনতি করলাম," বাতিটা একটু দেও না গো, যাবার পথে ফিরিয়ে দিয়ে যাবো"। কিন্তু এমন পাষানি,


কাছে গিয়ে বললাম, "পুচকুরানি কটকটানি মরবো আমি দেখবে তুমি, কি দেখো গো"?
ওমা! এও দেখি ফিরেও চায়না।




সাদাপরীর পাশে গিয়ে দাড়ালাম, পানিতে পায়ের পাতা ভিজিয়ে কিছুক্ষন হাটলাম। মনে আশা, হয়তো নৌকা পেয়ে যাবো। কিন্তু কই? নৌকা তো দূরে থাক, একটা পাখীও নজরে পড়লোনা। খেয়াল করে দেখলাম, আরে! এটাতো সেই "পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁু তার, ঢালু তার পাড়ি" কবিতার নদীর মতই শান্ত। তাই বিসমিল্লাহ! বলে হেটেই পার হলাম। হাটতে হাটতে একেবারে ঝুপ করে যেনো আমার সামনে এক বাগান এলো। চারিদিকে কি সুন্দর সবুজ গাছ-পালা, ফুল। মনটা খুশীতে ভরে গেলো। এই তো চলে এসেছি আমার পরীমনির বাড়ি।


ফুল বাগানে পানি দিচ্ছিলো এই পরীমনিটা। দৌড়ে গেলাম তার কাছে। "সোনামনি তোমার নাম কি গো"? "তুমি কি আমার পরীমনিকে চিনো? আজ যে তার জন্মদিন"। নাহ! এও আমার দিকে ফিরে তাকালো না।



আমার চোখে চোখ পড়তেই ফিক করে হেসে ফেল্লো। হাসি দেখে ভরসা পেলাম। বললাম, "ওগো লালপরী, আমার পরীমনিটা কোথায় গো, বলোনা পিলিজজজজজজজজজ!!! আমার কথায় লক্ষী পরীটার বোধ হয় মায়া হলো। হাতটা সামনে বাড়িয়ে দেখিয়ে দিলো। সামনে। আমি তো পড়িমড়ি করে ছুট...... থমকে গেলাম, আরে, এটা নাকি আমার পরীসোনা?

ছুটে গেলাম কাছে। এক্সকিউজ মি ! হ্যালো! এই যে! নাহ! কোন কিছুতেই কাজ হলোনা। সে কিছুতেই আমার দিকে তাকালো না। হাত ঝুকিয়ে নিচের ফুল গুলির দিকে ঝুকেই থাকলো। মেজাজ গেলো গরম হয়ে।


ছানাপরীটা বসে বসে ফুল চিবোতে থাকলো। আমি সামনের দিকে পা বাড়ালাম। কখন যে দেখা পাবো কে জানে। হটাৎ নজর গেলো গাছের তলে। ওটা কে? গোলাপি পরী?

কি সুন্দর জামা! মাথায় আবার সাদা ফুলও গোজা। বাব্বাহ! ঝুপ করে বসে পড়লাম তার পাশে। গোলাপি পরীটা ঘাড় ফিরিয়ে আমায় দেখলো। আমি তখন ঝোলা থেকে মিষ্টি বের করেছি।
নাও গো সোনামনিটা, মিষ্টি খাও। আজ না তোমার জন্মদিন? খপ করে লাড্ডু মুখে পুরে চোখে দুষ্টুমির হাসি ভরিয়ে মাথা নেড়ে মানা করলো। যাক বাবা! এ অন্তত ইশারায় হলেও কিছু সাহায্য করবে। নিজেকে গুছিয়ে নিয়ে কথা শুরু করবো, এমন সময় গোলাপি পরী ফট করে ঝোলা থেকে মোমবাতিগুলো বের করে নিলো।

আহাহা!!! করো কি! করো কি!?? বলতে বলতেই খপ করে আইসক্রিমটাও বের করে নিলো।

ইশশ!!! তুমি কি আইসক্রিমটুকু খাবে? মাথা নেড়ে বারন করলো সে। চোখে মুখে দুষ্টুমি ফুটে বের হচ্ছে তার। তাহলে? আইসক্রিম না খেলে নষ্ট করলে কেনো? দেখোতো,

নাআআআআআআ, আর্তনাদ করে উঠলাম যেন আমি। এ ফুল তুমি নিয়োনা। এটা তো আমার পরীমনির সব চেয়ে প্রিয় ফুল। দিলোনা সে।

আমি চোখ বন্ধ করে ফেললাম। ফিস ফিস করে ডাকলাম। "কোথায় তুমি পরীমনি? আমি কেনো তোমায় খুঁজে পাচ্ছিনা? আমি হারিয়ে গিয়েছি"। মানসচোক্ষে দেখতে পাচ্ছিলাম জানালার সামনে বসে আছে সে। কিন্তু আমায় দেখতে পাচ্ছেনা।

আমার চিৎকার তার চারপাশে ঘুরে ঘুরে বেরাতে লাগলো। "হারিয়ে গেছি আমি" হারিয়ে গেছি আমি"
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭