
আজ বিশ্ব মা দিবস। নির্দীষ্ট একটি দিনে মা কে ভালোবাসার কথা বলতে হবে এটা না মানলেও এই যে মা কে নিজের অনুভুতি জানানো, এটা ভালোই লাগে। মনে পড়ে, আমার মা কে কখনোই মুখ ফুটে বলা হয়নি “মা তোমায় বড্ড ভালোবাসি”। আজ আমার সন্তানেরা যখন আমায় বার বার বলছে, “ মা তুমি আমার পৃথিবী, তুমি আমার ভালোবাসা”। কথাগুলো শুনে আনন্দে আমার চোখ ভিজে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে তাদের ছেলেবেলা, তাদের নিয়ে আমার কাটানো সময়। অবসর বলতে কিছু ছিলোনা তখন, তবুও কোনো আক্ষেপ, অনুযোগ ছিলোনা। আমার চারটা সন্তান। দুজন আমার গর্ভজাত, আর দুজন আমার দেবর। মাএর স্নেহ বঞ্চিত, পিতৃহারা যাদেরকে আমি বুকে তুলে নিজ সন্তানের মত লালন পালন করেছি। কখনো মনে হয়নি তারা আমার নিজের সন্তান নয়। আজ আমার চার সন্তানই উচ্চ শিক্ষিত, নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। দেখে গর্বে আমার বুক ভরে যায়। এক সময় এই চারটা সন্তানের কলকাকলিতে মুখর ছিলো আমার ঘর, তাদের হুটোপুটি, দুষ্টুমি, আবদারে আমি ছিলাম অস্থির। তাদের আবদার, অনুরোধ, অনুযোগ সব ছিলো আমার কাছে। ছোটটি ছাড়া তারা নিজেরাই এখন সন্তানের মা, বাবা। স্নেহ, ভালোবাসা নিম্নগামী। আজ তারা নিজেদের সংসার, সন্তান, কাজ নিয়ে ব্যাস্ত। তারপরও তারা আমায় মনে করে। এই একটি নির্দিষ্ট দিন ছিলো বলেই তো তারা মুখ ফুটে বলতে পারছে “মা তোমায় ভালোবাসি”। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্পের নাম, বা লেখকের নাম কিছুই মনে নেই, সেখানে মাতৃহীন একটি বাচ্চা দেখতো সৎ মা তার নিজের সন্তানের মুখে তুলে খাইয়ে দিচ্ছেন, সেই আদর টুকু পাবার লোভে নিজের হাতের আঙ্গুল কেটে মায়ের মনোযোগ আকর্ষন করার চেষ্টা করে। ভাত খেতে বসে বলে “মা আমার হাত কেটে গেছে”। সেই সৎ মা ঠক করে একটি চামচ তার পাতে ফেলে দিয়ে বলে “এটা দিয়ে খাও, বুড়ো ধাড়িকে কি আমি মুখে তুলে খাইয়ে দেবো”? চোখের জলে ছেলেটির পাতের ভাত ভিজে যায়। গল্পটির আর কিছুই আমার মনে নেই, কিন্তু এই ঘটনা মনে এমনই গভীর দাগ কেটে বসেছে যে আজো ভুলতে পারিনি। তাই সব মায়েদের কাছে আমার অনুরোধ, সন্তান সে আপনার নিজ গর্ভজাত হোক বা অন্যের, সন্তান তো সন্তান। তাকে নিজের স্নেহ থেকে বঞ্চিত করবেন না। কি হয় একটু স্নেহ, ভালোবাস, মা বঞ্চিত সন্তানদের দিলে? তাতে তো আপনার সন্তানের ভালোবাসা স্নেহ কমে যাবে না। আল্লাহতায়ালা এই একটি জিনিস মানুষের মাঝে অফুরন্ত দিয়েছেন। তাহলে আপনার চারিপাশে যে সব স্নেহ ভালোবাসা বঞ্চিত শিশু আছে তাদের একটু দিলে ক্ষতি কি? ভালোবাসা দিন ভালোবাসা পাবেন। মা হতে হলে সন্তান জন্ম দেয়া লাগেনা। মা হতে লাগে স্নেহ, মায়া মমতা, ভালোবাসা।
পৃথিবীর সব মায়ের জন্য ভালোবাসা, শুভকামনা।
জানিনা কেনো, এই লেখাটি লেখার সময় বারবার ব্লগার জুলভার্ন ভাইয়ার কথা মনে পড়ছিলো।
তাই এই লেখাটি জুলভার্ন ভাইয়া কে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৬