ঘটনা ১:
(মুদির দোকান- ২ জন ক্রেতা, একজন দোকানী।)
ক্রেতা-১ (কম বয়সী ছেলে ): ১ কেজির ময়দার প্যাকেট আছে?
দোকানী: হ ভাই, আছে।
ছেলে: ১ কেজির ২টা প্যাকেট দেন।
ক্রেতা-২ (বয়স্ক ভদ্রলোক): (ক্রয় শেষে টাকা দিতে দিতে মনে হল, তাঁর বাড়িতেও ময়দা শেষ) আচ্ছা, আমারেও এক প্যাকেট ময়দা দেওতো, বাবা। ময়দাসহ বিল কত আসছে?
দোকানী: চাচা, ময়দা ২ প্যাকেটই আছে।
বয়স্ক ভদ্রলোক:

ছেলে: উনাকে ১ প্যাকেট দিয়ে দেন।
বয়স্ক ভদ্রলোক: তোমার অসুবিধা হবে না, বাবা?
ছেলে: না আঙ্কেল। সমস্যা নাই। আপনি এক প্যাকেট নেন, আমি এক প্যাকেট নেই।
বয়স্ক ভদ্রলোক: Thank you, বাবা!

ছেলে:

এরপর ২ জন ১ প্যাকেট করে ময়দা নিয়ে দোকান থেকে বেড়িয়ে গেলো। ছেলেটি মনে মনে খুশি, কারন সে বয়স্ক ভদ্রলোকের ছোট্ট উপকার করেছে। আর ভদ্রলোক মনে মনে ভাবছেন, "কত ভালো ছেলে!"।
ঘটনা ২:
(মুদির দোকান- ২ জন ক্রেতা, একজন দোকানী।)
ক্রেতা-১ (কম বয়সী ছেলে ): ১ কেজির ময়দার প্যাকেট আছে?
দোকানী: হ ভাই, আছে।
ছেলে: ১ কেজির ২টা প্যাকেট দেন।
ক্রেতা-২ (কম বয়সী মেয়ে): (ক্রয় শেষে টাকা দিতে দিতে মনে হল, তার বাড়িতেও ময়দা শেষ) আচ্ছা, আমাকেও এক প্যাকেট ময়দা দেন। ময়দাসহ বিল কত আসছে?
দোকানী: আপা, ময়দা ২ প্যাকেটই আছে।
মেয়ে:

ছেলে: উনাকে ১ প্যাকেট দিয়ে দেন।
মেয়ে: না না! থাক। আপনি নেন।
ছেলে: না ম্যাডাম। সমস্যা নাই। আপনি এক প্যাকেট নেন, আমি এক প্যাকেট নেই।
মেয়ে: Thank you!

ছেলে:

এরপর ২ জন ১ প্যাকেট করে ময়দা নিয়ে দোকান থেকে বেড়িয়ে গেলো। ছেলেটি মনে মনে খুশি, কারন সে মেয়েটির ছোট্ট উপকার করেছে। আর মেয়েটি মনে মনে ভাবছেন, "শালা, সুন্দরী মেয়ে পেয়ে flirt করলো..."।
দুটো ঘটনার মধ্যে পার্থক্য শুধু "বয়স্ক ভদ্রলোক" আর "কম বয়সী মেয়ে"তে। এইবার, প্রিয় পাঠক, আপনিই বলুন এইটা কি ছেলেটার চরিত্রের দোষ নাকি মেয়েটার মনের?