এরপর তাদের হাতে আর তাস ছিলনা
ক্রমশঃ আকাশে জমছিল হতাশার মেঘ
আর এমন অবস্থা হওয়াই স্বাভাবিক
তারা যে কোন রাজনীতিবিদ ছিলনা
তারা ছিল এক ধরণের চাকুরীজীবি,
ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করাই ছিল তাদের কাজ।
তাই শেষ পর্যন্ত অন্ধকার নামে আন্দোলনের ঘরে
যে ঘরে বসে আছে কিছু ব্যার্থ বুদ্ধিজীবি-
বক বক করে ব্রাক সেন্টারে,সংবাদপত্রে,
যে ঘর অপেক্ষায় আছে আরও কিছু মৃতদেহ পাবে বলে
নাটোর
৩০/১২/২০২৩
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪