কাক বুঝি খায় কাকের মাংস
তাই বুঝি রাজনীতিবিদ হয়েও তিনি বলেন
ভোটের হাটে রাজনীতিবিদ বেচাকেনা হয় গরু-ছাগল এর দামে।
আমরা হয়তো দেখিনা তারে, তিনি বুঝি থাকেন
মেঘের আড়ালে,
সাদা চুলে বিষণ্ণ কন্ঠে ঘোষণা দেন অবরোধ ও হরতালের।
ভোটের হাটে কতজন না সওদা বেচেন
কত না কারণে।
আর লুকিয়ে থাকা, পলাতক থাকা রাজনীতিবিদগণ অপর
রাজনীতিবিদদের তুলনা করেন গরু আর ছাগলের সাথে।
ওখানে কোন রাজনীতি নেই
ওখানে কোন দেশপ্রেম নেই
শুধু আছে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন
শুধু আছে ক্ষমতার মোহ।
তাই বুঝি মার্কিন সরকার বনে যায় উদ্ধার কর্তা
তাই বুঝি পিটার হাস হয়ে যায় ঈশ্বরতুল্য।
ওখানে কোন রাজনীতিবিদ নেই
ওখানে আছে গরু আর ছাগল।
নাটোর
২২/১১/২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৮