হয়তো আমাদের রক্ত তাদের রক্তের চাইতে কম দামী
তাই পশ্চিমাদের মারলে আমরা হয়ে যাই খুনী।
হয়তো আমাদের গণতন্ত্র গণতন্ত্রই নয়
তাই আমেরিকায় বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হলেও
নির্বাচন হয় সুষ্ঠ
আমাদের এমন নির্বাচন হলে তা হয়
একনায়কতন্ত্র।
আমরা মানুষ হত্যা করিনা পশ্চিমাদের মত
আমরা পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইনা, - ওদের মত
আমরা সমকামীতায় মাতিনা,- ওদের মত
আমরা ধর্মকে অস্ত্ররুপে ব্যাবহার করিনা,- ওদের মত।
তবুও আমরা ওদের সাদা চামড়া দেখে অন্ধ হই,- কেউ কেউ
তবুও আমরা যেতে চাই পশ্চিমা দেশে,- কেউ কেউ ( দেশ ছেড়ে চিরদিনের মত)
আমরা কি এখন যেনে গিয়েছি
পশ্চিমা গণতন্ত্র গণতন্ত্রই নয়,
এক ধরণের গণতান্ত্রিকস্বৈরতন্ত্র যেখানে কিনা
সরকার যায় সরকার আসে কিন্তু ওদের বৈদেশিক নীতিতে
কোনই পরিবর্তন আসেনা,বদলে যায়না শাসন-শোষণ নীতির,
পৃথিবীতে একচ্ছত্র হত্যার নীতির।
উপনিবেশবাদী শক্তির রুপ বদল হয়েছে মাত্র
বদলেনি আর অন্যকিছু।
নাটোর
০৬/১১/২০২৩
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪