আজকে ব্লগে ঢুকে আমার যে ভালোলাগার অনুভূতি হলো এই অনুভূতিটা আমি প্রতিদিন পেতে চাই। শুধুমাত্র মার্চ আর ডিসেম্বর মাসে নয়। প্রায়ই ব্লগে দেখি বাংগালীর "হুজুগে দেশপ্রেম" নিয়ে ব্লগ আসছে। তর্ক-বিতর্ক হচ্ছে। কিন্তু শুধুমাত্র মার্চ আর ডিসেম্বর মাসে এভাবে ব্লগে পতাকার ইমেজ দেয়াটাও কি সেই "হুজুগে দেশপ্রেমের" মধ্যে পড়ে না? এটা কি কারও চোখে পড়ে না? আমি জানিনা আমি কতোটুকু ঠিক বা ভুল বলছি। তবে কতৃপক্ষের কাছে আমার ছোট্ট অনুরোধ রইল:
যদি সবসময় জাতীয় পতাকা ব্লগের প্রোফাইলে থাকাটা কোনভাবে জাতীয় পতাকার প্রতি অবমাননাকর না হয় তবে পতাকাটা সবসময় আমাদের প্রোফাইলে রাখতে অথবা রাখার optionটা ব্লগারদের দেবার জন্য কর্তৃপক্ষের কাছে বিনিত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ
********************************************************************
যারা আমার সাথে একমত আসুন সবাই মিলে জোড়ালোভাবে অনুরোধ করি পতাকাটা সবসময় রাখার জন্য...
ফিডব্যাক প্রেরণ
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:২০