একটা কবিতা লেখার অপরাধ
হন্যে হয়ে খুঁজছে আমাকে,
ফেরারি আসামি আমি অযাচিত ধারায়,
এ পাড়া ও পাড়া করে পালিয়ে বাঁচি,
ধরা পড়লেই হাতে মাত্রাবৃত্ত হাতকড়া,
সময়টুকুও দেবে না বলার,
"একটা কবিতায় কি আসে-যায়?"
ঠুকে দেবে মামলা,
ছাপোষা অজুহাতে মন গলানোর চেষ্টা
সবই বৃথা যাবে
এক দর্শকের হাততালিতে।
তারপর কাঠগড়ায় অসহায় আমি,
আদালত মুখরিত কবিতায় কবিতায়,
শ্লোগানে শ্লোগানে মাটি কাঁপাকাঁপি,
"ফাঁসি চাই, ফাঁসি চাই...."
ততক্ষণে চোখ-মুখ ফেটে রক্তের বন্যা
ভাসিয়ে নেবে খয়েরী এজলাস।
তোমার কবিতাদের বিরুদ্ধাচরণ
আঙুল তুলে সাক্ষ্য দেবে।
কেবল আমার কবিতাটার চোখ ফোলা,
নিরুত্তাপ, নিস্তেজ, নিষ্প্রাণ কন্ঠে
হঠাৎ বলে উঠতে পারে,
"একটা কবিতায় কি আসে-যায়?"
"অর্ডার! অর্ডার! অর্ডার! "
ফুল্কি ছড়িয়ে নিপুণ আঘাত,
বিচারকের আসনে তুমি সেদিন।
যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৩