জনৈক হুজুরে আলা অধিক খুশি হইয়া মুরিদরে বলে। "আজ বৈশাখী বেহায়াপনা হইলোনা, করুনার জন্যে। এই করোনারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আরো বাড়াই দিক।
সমস্বরে মুরিদ'রা বলিয়া উঠিল আমিন আমিন ছুম্মা আমিইইইইন।
এক মুরিদ, হুজুর থেএকা অনুমতি নিয়া হুজুরে পাককে মনে করিয়া দিলেন। " হুজুর রে আলা, এই করোনা কিন্তু আল্লার ঘর খালি কইরা দিছে। এই যে আপনার মসজিদ টা তালা দিয়া রাখলেন। কিসের জন্য।
হুজুর শুনিয়া তওবা তিল্লা করতে করতে করোনার চোদ্দগুষ্টি গোরস্থানে পুতিয়া দিল।
মুরিদ রা আবার সমস্বরে বলিয়া উঠিল, আমিইইইইন ছুম্মা আমিইইইইন।
আরেক মুরিদ হুজুররে ইউটিউব থেএকা একটা গানের ভিডিও দেখিয়া কইল। " হুজুর রে আলা, এই গানটা দেহেন। গানের ভিতর কাবারে নিয়া আইন্না ভাতের টেবিলে রাইক্কা কি অসম্মানি কইরাতেছে।
হুজুর এ ভিডিও দেইখা মনে কষ্ঠ পাইল নাকি খুশি হইল বুঝলনা কেউ। তবে হুজুরে আলা উচিত কথা কইছে বইলা সবাই আমিন করে উঠল। "ধুর বাল, এরা ধর্ম প্রিয়। বুঝসনা। সবাই কাবারে পাছার তলে দে। এরা চোখের সামনে আইনা সম্মান করতাছে।