না। আপনি যতই ভাল হোন। কিংবা আলখেল্লা পড়ুন। আপনার ভিতর পশুত্বভাব থাকলে। আপনি ভাল ভিতর শিং বদলা। দেশের দলগুলো নির্বাচনের আগে আম জনতার হাতে হাতে প্রচারপত্র বিলি করে। সেখানে তাদের নির্বাচনী ইশতেহার লিখা থাকে। আম জনতা তা হাতে নেয় ঠিকই। কিন্তু এ যাবৎ কেউ তা পড়েছে কিনা দেখিনি। হয়ত অগোচরে পড়েনে হবে। ঠিক ইহার মত, বাজারে কিংবা হাটে-ঘাটে হারবালের প্রচারপত্র বিলি করার আবস্থা।
যাক আমাদের ইশতেহার কেমন হবে একটু দেখে আসি।
ক) দেশে কোন উন্নয়ন হবেনা। উন্নয়নের জন্য কোন বাজেট বরাদ্দ করা হবে না। একাত্তর থেকে বর্তমান, দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন থেকে যে আরো বেশি এমপি মন্ত্রীদের পকেট উন্নিত হয়েছে। তাই আমাদের ইশতেহারে দেশে উন্নয়ন করাটা বন্ধ থাকবে।
খ) পঞ্চাশ শতাংশ যানবাহন কমে ফেলা হবে। দেশে যানবাহন প্রচুর বেড়ে গেছে। এর কারণেই তো প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটতেছে।
গ) বহুমুখী শিক্ষা বন্ধ করে দেওয়া হবে। জন্ম থেকেই নিম্নুক্ত পয়েন্টগুলো শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে।
১) সামাজিকতা
২) দেশের প্রতি দায়িত্বশীলতা
৩) নিজ প্রতিভা অনুযায়ী শিক্ষা দেওয়া হবে।
ঘ) অশিক্ষিত কোন ব্যক্তি প্রবাসে পাঠানো যাবেনা। আমরা চাইনা কোন ব্যক্তি প্রবাসে গিয়ে বিপদের সম্মুখীন হোক। বরং অশিক্ষিত বেকারদের তালিকা করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে।
ঙ) সর্বশেষ। যুবাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। যেখানে সেখানে অযথা সময় অপচয় করতে পারবেনা। অন্যথায় কারাভোগ করতে হবে সমসাময়িকের জন্য।
আমাদের ইশতেহারগুলো এলেবেলে টাইপের হলেও। আপনি চিন্তা করে দেখুন। দেশে কেন দুর্নীতি হচ্ছে। কোথায় বেশি দুর্নীতি হচ্ছে। প্রবাসে শ্রমিকরা কেন মরতেছে। আজ কিশোর বয়সী ছেলেমেয়েরা কেন নষ্টের দিকে ধাবিত হচ্ছে।
একবার ভাবুন। মাথা ঠান্ডা করে ভাবুন। ভাবতে থাকুন। আর আমাদের ইশতেহারগুলো মাথা থেকে ঝেড়ে পেলে দিন।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২২