আকাশটা আজ একলা হয়ে আছে।
তা শুধু আমার জন্যেই
জানিনা কেন এমন হলো,
পৃথিবীটা কত নিষ্ঠুর।
আচ্ছা শুধু কি আমার জন্যই।।
কত পথ চেয়ে বসে আছি
জীবন অববাহিকতায়
তবুও শেষ হয় না আমার চাহনি,
কেন আমার জন্য এত নিষ্ঠুর হয়ে আছে
প্রকৃতির রহস্যময়ী আবডালের গহীনে।
জীবন বড়ই অস্থির।
কোন এক অশুভ ঘুণাক্ষরে
আলসে সময় শেষ হয়ে আসে,
নাকি আমি উম্মাদ হয়ে গেছি
নিষ্ঠুর পৃথিবীর রঙ্গিন হাওয়ায় ভেসে।
আজ আকাশটা একলা হয়ে আছে
আমার মন বিদীর্ণ যান্ত্রিকতায়।
জীবন এখানেই শেষ, নাকি আরো বাকি
জানো কি তোমরা কত নিষ্ঠুর এ পৃথিবী।
শুধু আমার জন্যই।
অফটপিকঃ
ইদানিং মনটা আমার ভালো নাই। খুব নিঃসঙ্গতাই দিনগুলো যাচ্ছে। স্বপ্ন যা দেখি সে স্বপ্নকে প্রতিনিয়ত খুন করতে হয়। তা একটা ইসলামিজম পরিবারের কারণে হয়ত। আমি আমার মত চলতে চাই। কিন্তু পশ্চাতে পরিবার বাধা হয়ে আসে, কর্তাদের অনুকূলে থাকতে হবে আমাকে।
যা আমি কোন দিন মানতে পারিনা। আমি তো চাই নিজের মত করে বাঁচতে। নিজেকে নিজের মতো গড়ে তুলতে।
গত শুক্রবারে চট্টগ্রাম গেছিলাম, সিনেমা হলে দেবী দেখার জন্য, তাও সিনেমা হলের প্রথমবার যাওয়া। বাড়িতে বলে যায়নি। কিন্তু কিভাবে যেন বাড়িতে জেনে যাই। এমনিতে আমি আযাদ নাসরিন হুমায়ুনদের বই পড়ি। তার কারণে আমার উপর ক্ষিপ্ত কর্তারা। তারউপর সিনেমা হলে গেছি যখন শুনছে। আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। মোবাইল নিয়ে পেলছে (এখন হাতে যেটা আছে, তা বন্ধুর মোবাইল)।
এখন কেমন জানি একটা নিঃসঙ্গতায় কাটতেছি। আকাশটা একলা হয়ে আছে। আমার জন্য হয়ত।
আলবিদা......
___________________________________________
যারপরনাই লজ্জিত। আর দুঃখিত মন্তব্যের উত্তর গুলো না দিয়ে।
একটা কথা মনে রাখা উচিত। অশুভ শক্তি ধ্বংস হয়ে, নূতন দিগন্ত প্রস্ফুটিত হয়। নূতন উদ্যমীত হয়ে। জেগে উঠে নূতন ভাবনা। হরেক রকমের চেতনা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৭