পাসওয়ার্ড হ্যাক এবং সহ ব্লগারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মিরাজের পোষ্ট খানার প্রেক্ষিতে কিছু বলছি,
মিরাজ যেই সমস্যার কথা তাঁর পোষ্টে উল্লেখ করেছেন, এটা বেশ কিছুদিন আগে আমার পাসওয়ার্ড হ্যাক করে করা হয়েছিল, এবং অসংখ্য নাটকের জন্ম দেয়া হয়েছিল। আজও সেই হ্যাককৃত আইডি দিয়ে বিশিষ্ট ব্লগারদের গালি দেবার স্ক্রীন শট কমেন্টে পেষ্ট করা হয়! কারা এবং কি উদ্দেশ্যে এই ঘৃন্য কাজটি করেছে সেটা আমি আমার এক পোষ্টে সবার সামনে উন্মোচন করেছিলাম। এরপর যখন আশরাফ রহমান ভাই এর পাসওয়ার্ড হ্যাক করা হল তখন কর্তৃপক্ষের টনক নড়ে এবং তারা সিকিউরিটি হিসেবে ফিডব্যাক মেইলের আশ্রয় নেয় যে, কেউ বারবার ভুল পাসওয়ার্ড ইন করলে এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে সেটা তার ই-মেইলে সরাসরি জানিয়ে দেয়া হয়। এটা একটা ভাল দিক। এর পর থেকে আমার ই-মেইলেও অসংখ্যবার এইরকম পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই কিনা শিরোনামে মেইল আসত। যদিও আমি একবারও সেরকম চাইনি, বুঝতে পেরেছিলাম, দুষ্কৃতকারীরা আবারও ঘৃন্য পন্থা অবলম্বন করতে চেয়েছিল।
আমি বেশ কিছু প্রমান সংগ্রহ করে রেখেছি, কে এসব কাজগুলো ঘটাচ্ছে! কর্তৃপক্ষ চাইলে ক্লু এবং এভিডেন্স হিসেবে সেগুলো দিতে পারি, তারপর হয়ত উনারা কঠোর ব্যবস্থা নিতে পারবেন।
একটু আগে মিরাজের পোষ্ট দেখে মনে পড়ল এ ব্যাপারে আমারও কিছু লিখা উচিৎ ।মিরাজ তার এ সম্পর্কিত পোষ্টে কোন কমেন্ট গ্রহণ করতে ইচ্ছুক নয় বলে আমি পোষ্ট আকারে পেশ করলাম।