ওগো বীর মুক্তিযোদ্ধা লও লও মুক্তির ফুল।
২। অপরাজেয় বাংলা
প্রিয় চত্তর প্রিয় ভাস্কর্য।
এই জায়গাটা মানুষ ছাড়া খালি পাওয়া খুব কষ্ট সাধ্য ব্যাপার। ভাস্কর্যের উপরে চড়ে ছবি তোলা থেকে মিটিং করা চলছেইইই...
৩।শহীদ মিনার
একুশে ফেব্রুয়ারি রাতে মানুষের ভীড় ঠেলে কাছে যাওয়া দুঃসাধ্য ব্যাপার ছিল।
দূর থেকে দেখছিলাম মানুষের চলাচল শহীদ মিনার ঘিরে ।
৪। ফ্ল্যান্ডার ফিল্ড
চলুন ঘুরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সেমেটারি থেকে।
In Flanders fields the poppies blow
Between the crosses, row on row,
That mark our place; and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.
বড় যত্নে সম্মানে রক্ষানাবেক্ষন করা হয় দেশমাতৃকার সেবায় প্রাণ দেওয়া এই সব সৈনিকদের সমাধী। এপিটাফে নাম লেখা আছে। মাত্র চৌদ্দ বছর বয়স ছিল কারো।
পনের আঠার একুশ এমন বয়সেই অনেকের জীবন শেষ হয়ে গেছে। যুদ্ধ একটি নৃশংস ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষ নিহত হয়ে ছিল।
৫। স্পেসনিডল
সিয়াটল শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে মহাশূন্যের দিকে সুতীক্ষ সুঁচের মতন মাথায় চেয়ে আছে এই টাওয়ার স্পেসনিডল। সিয়াটল শহর খুব শান্ত পাহাড়ি একটা শহর। কিন্তু প্রচুর কন্সট্রাকশন হচ্ছে এখন। প্রচুর ক্রেইন টাওয়ারের মতন উঁচু হয়ে আছে শহর জুড়ে অনেকে মজা করে বলে স্পেসনিডল নাকি ক্রেইনের শহর । স্পেসনিডল মিসিসিপি নদী এলাকায় সবচেয়ে লম্বা টাওয়ার বলে বিখ্যাত ছিল এক সময়।
৬। কলোন শহর
পশ্চিম জার্মানির রাইন নদীর তীরে ২০০০ বছরের পুরানো শহর কোলোন। রাতের আলোকময় শান্ত সৌন্দর্য ।
৭। আইফেল টাওয়ার
প্যারিসের কেন্দ্রস্থলে আইফেল টাওয়ার স্মৃতিস্তম্ভটি চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের দীর্ঘ টাওয়ার হিসাবে প্রথম হয়ে ছিল। এখন আরো টাওয়ার, বিল্ডিং লম্বায় আইফেল টাওয়ারকে ছাড়িয় গেলেও। আইফেল টাওয়ার নিজস্ত স্বকীয়তা নিয়ে এখনও প্যারিসের হৃদয় হয়ে মানুষদের আকৃষ্ট করছে। পুরোটা কাছে থেকে ল্যান্সে ধরা এক কঠিন কাজ। আর দূর থেেকে তুললে আসল সৌন্দর্য পাওয়া যায় না সাধারন ক্যামেরায়। প্রোফেশনাল হতে হয়।
৮। স্ট্যাচু অফ লিবার্টি
এই ভাস্কর্যটি সবার চেনা। কোথায় আছে তাও জানা তাই না। আমি কিন্তু এর জায়গাটা বদল করে ফেলেছি। দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা।
এই স্ট্যাচু অফ লিবার্টির অবস্থান কোথায়?
৯। বিখ্যাত দালান
এই দালানটি অতি বিখ্যাত । দর্শকের পদচারণায় মুখর থাকে। কে কে চিনতে পারেন। ধাঁধাঁ থাকল ।
১০। স্কাই ট্রি
টোকিও শহরের টাওয়ার, স্কাই ট্রি উঁচু টাওয়ার ।
১১। দোয়েল
দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এই দোয়েল চৌরাস্তার মোড়ে বসে আছে কত বৎসর ধরে। চলুন ঘুরে আসি দোয়েল চত্তর থেকে।
১২। ডেট্রয়েড ডাউনটাউন
ডেট্রয়েট মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মিশিগান রাজ্যের, বৃহত্তম শহর। ডেট্রয়েট নদীর তীরে আধুনিক শিল্প শৈলির দালানগুলো সারিসারি দাঁড়িয়ে আছে ।
নিজের তোলা ছবি বিভিন্ন শহরের।
কপি করবেন না কেউ
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:১৯