বিশ্ব নারী সহিংসতা প্রতিরোধ দিবস আজ।
একটি দিবস ২৫শে নভেম্বরকে প্রতিক দিন করা হয়েছে নারী সহিংসতার বিরুদ্ধে। কিন্তু নারীরা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে বাইরে কত ভাবেই নারী আক্রান্ত হয় প্রতি নিয়ত।
এসিড ছূঁড়ে পুরিয়ে মারা এক সময় ভয়াবহ আকার ধারন করেছিল। একটি সুস্থ সুন্দর মানুষকে এক নিমিশে বিকৃত ভয়ঙ্কর করে তোলার নির্মমতা যারা করতে পারে তারা মানুষ আকৃতির ভিতর কি ভয়ানক দানব ধারন করে থাকে তা ভেবে শিউরে উঠি।
এক মূহুর্তের হিংস্রতার যন্ত্রনা বয়ে বেড়ায় সারা জীবন আক্রান্ত মানুষটি।
বদলে যায় জীবন। বদলে যায় পৃথিবী।
শারীরিক সহিংসতা চোখে দেখে উপলব্ধি কিছুটা হয়ত করা যায়। কিন্তু অসংখ্যা নারী আপাত দৃষ্টির সুস্থ সুন্দর জীবনের আড়ালে বয়ে চলেছেন কি ভীষণ মানসিক যন্ত্রনা। তা চোখে দেখা যায় না। কিন্তু এসিডে পোড়া দগদগে ক্ষতর মতনই সে কষ্টে ধুকে ধুকে
নিঃশেষ হয় অসংখ্য নারী এই পৃথিবীর বুকে। কাছের নারী মা, বোন মেয়ে থেকে পাশের বন্ধাবী সব নারীর প্রতি মমত্ব বোধ জাগুক মানুষের মনে। নির্যাতন প্রতিরোধের চেতনায় উদবুদ্ধ হোক মন।
এসিড আক্রান্তদের কষ্ট ধারন করার চেষ্টা করেছিলাম এই ক্যানভাসে। বছর দশেক আগে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬