চৌরাসিয়ার বাঁশির পরশ তিলক কামোদ কাহারবায় বাঁধা
মন উড়ে জল মেঘের ভেলায় চড়ে আকাশের কাছে ।
আহা দূূর্দান্ত টেনে রাখা রাশ বাঁধে আপন তানে।
এই বুঝি দুলছি আমি ঝুলনা জোছনা রাতে
এই বুঝি বৃষ্টি নামে, ঝরঝর ঝরঝর সোনালী রোদে।
চৌরাসিয়া বেঁধোনা সুরের জালে এমন মায়ায়
আনমনা করনা আমায় যেতে হবে বহুদূরে-
ডুব সাঁতারের মধুর এই ঝংকারে জড়িয়ে,
রেখোনা বোহেমিয়ান আমায় বেঁধে