শিরোনামহীন (১)
চারিদিকে অজস্র গুলির শব্দ , আয়শা বেগম প্রশব বেদনায় কাতরাচ্ছে, বাড়িতে তার বৃদ্ধ শশুর জায়নামাজ বিছিয়ে আল্লাহ্কে বলছে 'আল্লাহ্ আমার বউমার উফরে তুমি রহম কর, আর আমার পোলাডা যাতে দেশ স্বাধীন কইরা বীর বেশে ফিরা আইতে পারে সেই তউফিক তুমি তারে দাও'
সোনা মিয়া এসে বল্ল 'চাচা নৌকার ব্যবস্তা অইছে, ভাবীরে নৌকায় তুলনের ব্যবস্তা করি?' সোনা মিয়া আর বৃদ্ধা, আয়শা বেগমকে ধরাধরি করে নৌকায় উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্তা করছে কিন্তু নৌকায় উঠাতেই তার প্রশব বেদনা আরো বাড়তে থাকে, সে চিৎকার করে বলতে থাকে 'বাবা আমি মনে অয় বাচুম না' কথাটা শেষ হতে না হতেই একটা গুলি এসে আয়শে বেগমের বাম পাজরে লাগে।বৃদ্ধা কি করবে কোন প্রকার কোল কিনারা না পেয়ে সোনা মিয়া কে বল্ল 'তাড়াতাড়ি ঘর থাইক্কা দাওডা আন' সোনা মিয়া দাঁ এনে বৃদ্ধার হাতে দিল। সে নিজের হাতে মৃত ছেলের বউয়ের পেট চিড়ে বাচ্চাটাকে বের করে আনল।
(চলবে...)