আব্বুকে অনেক মিস করি
গত ২২জুন রাত ৯:৩০মিনিটে অফিস থেকে বাসায় গিয়ে দেখি আব্বু টিভি দেখছে, আমার কাছে ১ গ্লাস পানি খাইতে চাইল, পানির গ্লাস আনতে আনতেই উনি হটাৎ করে বিছানায় শুয়ে পরলেন, আমি উনাকে পানিটা খাওয়ালাম, পানি খাওয়া শেষ করে আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেইদিন সেইমূহুর্তটা কেমন ছিল, সেটা আমি কাউকে বুঝাতে পারব না।আজো আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনা, কতরাত যে আমার কেঁদে কেঁদে কেটে গেছে। মনেহয় আব্বু আর কয়েকটা বছর আমাদের সাথে থাকলে কি হত? মাঝে মাঝে মনেহয় কেমন আছে আব্বু , এই মূহুর্তে কি করছে? কালকে রাতেও সারা রাত মনে হচ্ছিল ইস্ আব্বু যদি আল্লাহ্র কাছে বলে একবার আমাকে দেখত আসত আমি কেমন আছি । এভাবেই কেটে যাচ্ছে আমার প্রতিটি দিনরাত।
সবাই আমার আব্বুর জন্য দূয়া করবেন। আর সবাইর আব্বু ভাল থাকুক সেটাই চাই।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৫