আগুরা আর আলমাস নিয়ে কিছু কথা
প্রথমত আগুরা দিয়েই শুরু করি, আগুরার গুনগত মান কেমন সেটা আমি জানিনা, তবে ওরা যেটা বলে থাকে সেটা হল 'quality first' কিন্তু আমি এ পর্যন্ত আগুরা থেকে যতবার শপিং করেছি extra কিছু মনে হ্য়নি, বরং আমার লাস্ট কিছু শপিং এর মধ্যে মিরপুর আগুরা থেকে নেওয়া একটা shampoo বাসায় নিয়ে গিয়ে দেখেছি এটা হাফ হয়ে আছে,আর গুলশান আগুরা থেকে নেওয়া একটা স্কার্ব বাসায় নেওয়ার পরে দেখতে পেলাম পুরুপুরিই ব্যব্হারের অযোগ্য, আসলে প্রসাধনি সামগ্রির জন্য এসব শপিংমল গুলি আমার কাছে ভাল লাগে না।২য়ত আলমাস এর কথায় আসা যাক , আমার প্রতি মাসেই ৩/৪ দিন আলমাস থেকে শপিং করা হ্য় এবং সেটা আলমাসের গুলশান শাখা থেকে। এখানে শপিং করতে আমার বেশ ভাল লাগে, ওদের মান যাচাই সম্পর্কে আমি কিছু বলতে চাই না তবে লাস্ট শপিং এর সময় আমি ওদের মুভি কালেক্সন থেকে DVD বাছাই করছিলাম, বক্স ছাড়া DVD প্রাইজ ৭০ টাকা , কিন্তু একটা লোক আমার পাশে ছিল সেও কিছু DVD বাছাই করে ওখানকার সেলস ম্যানদের হাতে দিল ওরা প্রত্যেক DVD প্রাইজ রাখল ৫০টাকা এবং কোন প্রকার বিল করা ছাড়া সেই ভদ্রলোক DVD গুলা নিয়ে বেরিয়ে পরল । ব্যপারটা আমাকে অনেক কষ্ট দিল, আমরা কি কখনোই পুরুপুরি honest হতে পারিনা ? আলমাসের মত শপিং মলেও যদি এ রকম হ্য় তাহলে আমরা কোথায় যাব ?