২। কারোর পেট একটু মোটা হলেই বলা উচিৎ নয় যে, লোকটার পেট কুমড়োর মত মোটা । কিন্তু পেটওয়ালা লোকটা যদি নিজেই একটা কুমড়ো মাথায় করে তার পেটটাকে অন্যদের দেখায়, তাহলে সবাই বলতেই পারে - দ্যাখ, দ্যাখ লোকটা কেমন কুমড়োপেটা !
৩। এতদিন পর পাওয়া গেল আসল ল্যাংটা রাজা । যার রাজ্যে প্রজাদের কাপড়-চোপড় ক্রয় বাবদ কোন খরচ হয় না ।
৪। শোনা যায়, লম্বা মানুষের নাকি মাজার বুদ্ধি সহজে মাথায় উঠেনা; কিন্তু কারোর যদি মাজাটাই না থাকে, তাহলে ?
৫। কাঁঠাল যদি দেখতে মানুষের মত হয়, তবে তাকেও চশমা পরানো যায় ।
৬। এখনো পৃথিবীতে কিছু দায়িত্বশীল মানুষ আছে, যারা নিজের আনন্দকে জলাঞ্জলি দিয়ে অন্যদের ভ্যানিটি ব্যাগ, জুতো, স্যান্ডেল নিয়ে অপেক্ষা করে আর ভাবে, কখন ফিরে আসবে তার প্রিয় মানুষগুলো !
৭। খাটটি এভাবে ভাংগার কারণ এখনো তদন্ত পর্যায়ে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ।
৮। ক্লিনসেভ করানোর জন্য এতদিন যেসব ভদ্রলোক আলতু-ফালতু নাপিতের কাছে গিয়ে পকেট খালি করেছেন, তারা একবার ইনার কাছে আসতে পারেন ।
৯। এরা সবাই ফুটবল প্লেয়ার । বিশ্ব জয় করতে না পারলেও একদিন বাংলাদেশ জয় করবে নিশ্চয় ।
বিঃ দ্রঃ কেউ বিশ্বাস করুন আর নাই করুন, উপরের কোন ছবিই আমার উঠানো না, সবগুলোই ফেসবুকের বিভিন্ন ওয়াল থেকে নেওয়া । তবে ক্যাপশানগুলো আমার ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫