আমাদের বলল, ‘ক্যানসার হয়েছে তো কী? আমি অন্য সব সারভাইভারকে খুঁজে বের করছি। সবার জন্য অনেক কাজ করতে হবে।’
আমরা হতবাক হই। বন্ধুর হাতে হাত রাখি। বলি, আমরা সবাই তোমার লড়াইয়ের সাথি হব। লিনা শুধু মুখে মুখে নয়, কাজেও ক্যানসারে আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে শুরু করল। স্তন ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য সংসদ ভবনের সামনে শোভাযাত্রা হবে। লিনা তার অসুস্থ শরীর নিয়েও সেখানে উপস্থিত। নতুন কেউ ক্যানসারে আক্রান্ত হয়েছে, তাকে কোথায় যেতে হবে, কী চিকিৎসা নিতে হবে—সব পরামর্শ দিতে লিনা হাজির। যেন লিনা হার মানতে জানে না। ক্যানসার যেন সত্যিই পরাজিত হবে লিনার কাছে।
নাহিদ জাহান লিনা গবেষক হিসেবে একুশে টেলিভিশনে কাজ করেছে, নিউজ রুম সমন্বয়ক হিসেবে এটিএন বাংলায় এবং অ্যাসাইনমেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছে বন্ধ হয়ে যাওয়া টিভি চ্যানেল সিএসবিতে। এখন কাজ করছে এনটিভিতে। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতি করেছে লিনা, যুক্ত থেকেছে সব প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে।
সেই লিনা ক্যানসারের প্রথম ধাক্কাটা ভালোই সামলে নিয়েছিল। দ্বিতীয়বার ২০১০ সালে ওর পায়ের হাড়ে আবার ফিরে এসেছিল ক্যানসা। সেই ক্যানসার সারাতে আবার ইনজেকশন, আবার রেডিওথেরাপি। তার পরও লিনা হতাশ হয়নি, চিকিৎসা শেষে আবার ফিরে এসেছিল হাট-বাজার-অফিস, আড্ডা আর পলাশ-আনাকে নিয়ে স্বাভাবিক জীবনে। বুকের ব্যথা, পায়ের টনটনানি, তীব্র মানসিক চাপ—সব নিয়েই লিনা ছুটছিল তার সাড়ে চার বছর বয়সী মেয়ে আনাকে স্কুলে ভর্তি করানোর জন্য। লিনার জীবনটা যে এখন আনাকে ঘিরেই। ছোট্ট আনা জানে না, মায়ের বুকের ডান পাশটা কেটে ফেলা হয়েছে। চিকিৎসকের কড়া নিষেধ, ভারী কিছু তোলা যাবে না, আনাকে কোলে নেওয়াও বারণ।
মনে পড়ে, স্তন ক্যানসারের সঙ্গে কঠিন যুদ্ধের দিনগুলোর কথা বলে যে লিনা একবারও কাঁদেনি, সেই লিনার চোখে ততবার পানি আসে যতবার ও বলে, ‘আনাকে একটু কোলে নিতে পারি না। মেয়েটা ছটফট করে।’
ক্যানসারের মতো সর্বগ্রাসী রোগকে পরাজিত করা তো সহজ কাজ নয়। নইলে সপ্তাহে আগে করা ল্যাব টেস্টের রেজাল্টে কেন থাকবে ক্যানসারের আবার পূর্ণোদ্যমে ফিরে আসার খবর, কেন চিকিৎসকেরা আবার জানাবেন, নতুন করে কেমো নিতে হবে, নতুন করে শুরু করতে হবে চিকিৎসা।
ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন লিনা
তবে উচ্ছল, বন্ধুবৎসল এই মানুষটি এখন অনেকটাই হতাশ। ২০১০ সালে দ্বিতীয়বারের মতো ক্যান্সার ধরা পড়ে পায়ের হাড়ে। সপ্তাহখানেক আগে করা ল্যাব টেস্টে আবারও ধরা পড়ে ক্যান্সার। সর্বগ্রাসী ক্যান্সারের চিকিৎসায় এরই মধ্যে ৭ লাখেরও বেশি টাকা খরচ হয়েছে। এবার চিকিৎসকরাও বলতে পারছেন না কতগুলো কেমো লাগতে পারে। কতগুলো টেস্ট আছে যা বাংলাদেশে করানো সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে হবে। ব্যয় বহুল চিকিৎসায় খরচ হবে ২৫ লাখ টাকারও বেশি। কীভাবে আসবে এত টাকা! সাহস, ধৈর্য্য আর শক্তি নিয়ে যে মানুষটি হাসিমুখে ক্যান্সারের মোকাবেলা করেছেন তার কন্ঠেও ঝরে পড়ছে এমন হতাশা।
অসুস্থতার কারণে চার বছরের মেয়ে আনাকে স্কুলে ভর্তি করাতে পারছেন না। অবুঝ মেয়েটি জানে না ক্যান্সার কী। তার কোলে উঠার নিষ্পাপ আবদারটিও মা পূরণ করতে পারছে না। লিনা কখনো পরিস্থিতির কাছে হার মানেন নি। তবে এবার বাস্তবতা একটু ভিন্ন। ক্যান্সারকে হারাতে চাই প্রায় ২৫ লাখ টাকা। লিনার এই যুদ্ধ জয় আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। যে মানুষটি সব সময় মানুষের স্বার্থে কাজ করেছেন, পাশে দাঁড়িয়েছেন- আজ তার প্রতি সহযোগিতার হাত বাড়ানোর সময়।
আমরা চাই, লিনার জন্য আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা আপনিও ধরুন। আমরা চাই, লিনা বাঁচুক। আনাকে কোলে নিতে না পারলেও অন্তত ওর হাত ধরে হাঁটতে পারুক লিনা।
আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন নিচের ব্যাংক একাউন্টে:
'' Nahid Jahan Lina
Standard Chartered Bank AC no: 18341104401''
বিস্তারিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন-
০১৬৭৪৮৬০৩৩৬
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৩