মোরা পারি
মোরা পারি, মোরা পারি
মোরা পাষাণ পিষে বেদম পেষণে
অশ্রু ঝরাতে পারি
রাজার তোলা মারণ দোলার
ঝড় তুফাণের ঝঞ্ঝাকে পার
আমরাও হতে পারি
রুখে সব জারি জুরি
মোরা শানিত অত্যাচার-তরবারি
ভোঁথা ক'রে দিতে পারি
গুঁড়িয়ে দেওয়া জীবন নিয়েই
দাঁতে দাঁত চিপে পার হয়ে যাই
দুর্জ্ঞেয় মরু গিরি
বিধির লিখন মুছে সাফ করে
নিজের ভাগ্য নতুন সুরে
খোদাই করতে পারি
পরাজয়ের কালীমাকে ধরে
জয়টিকার অলংকারে
বদলে দিতে পারি
বিকে যাওয়া এই দেশকে
মোরা জাহান্নামের দুয়ার থেকে
ছিনিয়ে আনতে পারি
নষ্ট কবি বলছে ডাকি ---
এখনও অনেক রয়েছে বাকি
এখনও হয়নি দেরি
মোরা পারি, মোরা পারি
মোরা পাষাণ পিষে বেদম পেষণে
অশ্রু ঝরাতে পারি ।