এমিলির কান্না ছুয়েছে হৃদয়
শরীফ উদ্দিন সবুজঃ
আমাদের ছোটবেলার কথা। তখন ফুটবলের স্বর্নযুগ। ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই। আবাহনী, মোহামেডানের খেলা নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যেত। ফুটবল নিয়ে নাটক, সিনেমাও হতো । ‘আবাহনী আবাহনী , মোহামেডান, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান, জয় আবাহনী জয় মোহামেডান।’ এই গান এখনও মনে আছে। এসময় বাংলার ম্যারাডোনা হিসেবে মাঠ দাপিয়েছেন স¤্রাট হোসেন এমিলি। গতকালও নারায়ণগঞ্জের ক্রিড়া সংগঠক বাবুল ভাই বললেন, এমিলির রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ম্যারাডোনার মতোই খাটো মানুষ এমিলি। আগে তাকে ম্যারাডোনার মতো দেখাতো। এখন ম্যারাডোনার পোষাক পড়লে তাকে পুরো-ই ম্যারাডোনা দেখা যায়। ২৫ অক্টোবর সকালে হঠাৎ করেই শুনলাম বাংলার এই ম্যারাডোনা লাঞ্ছিত হয়েছেন। বাইরে কোথাও না। নিজ শহরে। এলিটদের ক্লাবের দাবীদার নারায়ণগঞ্জ ক্লাবে। ছুটে গেলাম বাংলার ম্যারাডোনার বাসায়। একটি পরিবারের আতঙ্কিত সদস্য সবাই পাশাপাশি বসে আছেন। এমিলি জানালেন, আওয়ামীলীগ নেতা, সাবেক সাংসদ শামীম ওসমান তাকে পিটিয়েছেন। মুখে পিস্তল ঢুকিয়ে হত্যার হুমকি দিয়েছেন। কি অপরাধে এমন নির্যাতন জানেন না এমিলি। এমিলিকে কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়লেন এমিলি ও তার পরিবারের সদস্যরা।
বিভিন্ন টিভি চ্যানেলে পাঠানোর পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের ফেসবুকে আমরা ভিডিওটি ছেড়েছিলাম। সাধারনত ফেসবুকে ছাড়া নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের ভিডিওগুলি ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট দৈর্ঘের হয়। এমিলির অভিযোগের ভিডিওটি চার মিনিটের। আমাদের ভিডিওগুলি কমপক্ষে পাঁচশজন সর্ব্বেচ্চ সাত হাজার জন দেখেন। আমাদের ধারনা ছিলো এ ভিডিওটিও পাঁচশ’র বেশি ক্লিক হবে না। কারন এত দীর্ঘ ভিডিও দেখার ধৈর্য সবার থাকেনা। কিন্তু আমাকে বিস্মিত করে দিয়ে আজ সকাল দশটা আট মিনিট পর্যন্ত এ ভিডিওটি দেখেছেন আঠার হাজার ছিয়ানব্বই জন। শেয়ার হয়েছে ৩৭২ বার। আমাদের পোষ্ট করা ভিডিওটির আরেকটি কপি দেখেছেন আরো প্রায় পাঁচশজন। নারায়ণগঞ্জে প্রথম অনলাইনের ধারনা নিয়ে এসেছিলো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম। ভিডিও দেয়ার কাজটিও আমরাই প্রথম শুরু করি। এই ভিডিওটির মাধ্যমে দর্শকদের বিপুল সাড়া মানুষের জন্য কাজ করতে আমাদের উৎসাহ যোগাবে।
এ ভিডিওটিতে এমিলির পক্ষে ব্যাপক সহানূভূতি দেখিয়েছেন দর্শকরা। সাবেক সাংসদ শামীম ওসমানের পক্ষেও বলেছেন কেউ কেউ। এমিলির প্রতি সহানূভূতি দেখিয়ে মিলন রহমান নামের একজন দর্শক লিখেছেন, ‘জ্যাকসন হাইটে বসবাস করতেন এমিলি। তাকে সবসময় আমি একজন ভালো মানুষ হিসেবে দেখেছি। কঠোর পরিশ্রম করে তিনি অর্থ উপার্জন করেছেন।’ বশির জামান বলেছেন, ‘আমি আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না।’ সুলতান মাহমুদ রাসেল বলেছেন,‘ আমিও ভিডিওটি দেখে ভীষনভাবে বেদনাহত হয়েছি।’ নাজমুল আহসান বলেছেন, ‘ এমিলি ভাই আপনি বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের প্রতীক। আপনার কান্না দেখে আমি আমার কান্না থামিয়ে রাখতে পারলাম না। আমি শামীম ওসমানকে ঘৃনা করি। শামীম ওসমানকে ঘৃনা করি। শামীম ওসমানকে ঘৃনা করি। যদি শেখ হাসিনা একে প্রশ্রয় দেয় তবে তাকে অনেক পস্তাতে হবে।’
শামীম ওসমানের পক্ষে জিয়াদ হাসান লিখেছেন, ‘এতই যদি ভালো মানুষ তাহলে পিস্তলগুলির নাম কিভাবে বলে ? .. ভন্ড।’ এর জবাবে শাহাদাৎ হোসেইন খোকন বলেছেন, ‘ আর্মস এর নাম জানলেই মানুষ খারাপ, ভন্ড হয়ে যায় ? গুগল সার্চে গেলেই পৃথিীবীর যেকোন অস্ত্র সম্পর্কে আপনার ধারনা হয়ে যাবে। ’ ইসরাত জাহান এমিলির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। জসি চৌধুরী এমিলির অর্থের উৎস সম্পর্কে বলেছেন, ‘ এমিলি আমেরিকায় কন্সট্রাকশন এর কাজ করে অর্থ উপার্জন করেছেন। কাজ করতে গিয়ে আহত হয়েছেন। পরে কোম্পানী তাকে মিলিয়ন ডলারের ক্ষতিপূরন দিয়েছে। এভাবে সে টাকার মালিক হয়েছে।’
সবার মন্তব্য আর ভিডিওটি দেখতে যেতে পারেন ফেসবুকে narayanganj24.com সার্চ দিতে পারেন। #


পূর্ণাঙ্গ দ্বীন পূর্ণাঙ্গ ফিকায় উপস্থাপিত
সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু,... ...বাকিটুকু পড়ুন
এনসিপি জামায়াতের শাখা, এই ভুল ধারণা ত্যাগ করতে হবে
প্রিয় রাজীব ভাই,
আপনি আমার আগের পোস্টে কমেন্ট করেছেন যে, এনসিপি জামায়াতের শাখা। আপনার এনালাইসিস ভুল! ওরা জামায়াতের শাখা নয়। এনসিপি-কে বুঝতে হলে, আপনাকে জামায়াতকে জানতে হবে। আমি একটু বিস্তারিত... ...বাকিটুকু পড়ুন
পাশ্চাত্যের তথাকথিত নারীবাদ বনাম ইসলাম: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
পাশ্চাত্যের তথাকথিত নারীবাদ বনাম ইসলাম: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
ভূমিকা
নারীর অধিকার নিয়ে আলোচনা ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। পাশ্চাত্যে নারী আন্দোলন শুরু হয় ১৮শ শতকের শেষভাগে, যার ফলশ্রুতিতে... ...বাকিটুকু পড়ুন
একটি স্মার্ট জাতির অন্তঃসারশূন্য আত্মজৈবনিক !
একটা সময় ছিল, যখন জাতির ভবিষ্যৎ বলতে বোঝানো হতো এমন এক শ্রেণিকে, যারা বই পড়ে, প্রশ্ন তোলে, বিতর্কে অংশ নেয়, আর চিন্তা করে। এখন জাতির ভবিষ্যৎ মানে—ইনফ্লুয়েন্সার। তারা সকাল ১০টায়... ...বাকিটুকু পড়ুন
ইসলামী দলগুলো নারী বিদ্বেষী - এটা একটি মিথ্যা প্রোপাগান্ডা
আরবের দেশগুলোকে আমাদের দেশের নারী আন্দোলনের নেত্রীরা দেখতে পারেন না হিজাব ইস্যুর কারণে। অথচ, আরব দেশ কাতার বি,এন,পি'র চেয়ারপারসনকে চার্টারড প্ল্যানে করে দেশে পাঠাচ্ছে। আরো কিছু উদাহরণ দেই। আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন