ত্বকী হত্যাকারিরা যে পরিবারই হোক না কেন তাদের শাস্তির বিধান করা হবে --স্বরাষ্ট্রমন্ত্রী'র একথা বাস্তব হোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নারায়ণগঞ্জের গন জাগরন মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ক্যাডার ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে বলে অভিযোগ করছেন রাব্বি। ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ব্যাপক সন্ত্রাস, হত্যাকান্ড, চাঁদাবাজি ও টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। শামীম ওসমানসহ অভিযুক্তদেও গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে আসছেন রফিউর রাব্বি। তবে হত্যাকান্ডের পয়তাল্লিশ দিন চলে গেলেও এ ব্যাপারে পুলিশের দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
এ পরিস্থিতিতে রোববার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার স্বিকার করতে, বলতে এবং আপনাদের সামনে ঘোষনা করতে আমার বিন্দুমাত্র ইতঃস্তত বোধ নাই যে ত্বকীর হত্যাকান্ড একটি নজিরবিহীন নির্মম হত্যাকান্ড। এ ঘটনায় শুধু নারায়ণগঞ্জবাসি নয় সারা বাংলাদেশ লজ্জিত। তার হত্যাকারিরা যারাই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে পদেই থাকুক না কেন, যে পরিবার যারই আত্মীয়স্বজনের দাবীদার তারা হোননা কেন খুন হিসেবে বিবেচনা করে হত্যাকান্ডের শান্তির বিধান আমাদের করতে হবে এবং করবো। আমরা ত্বকীর হত্যাকারিদের বিচার সম্পন্ন করে এবং এর আগে হাতে নেয়া সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে, যুদ্ধারপরাধীদের বিচারকাজে যারা বাঁধা সৃষ্টি করছে তাদের দমন করে প্রতিষ্ঠিত করবো বাংলাদেশ অপরাধীদের অভয়ারন্য নয়। বাংলাদেশে খুন করে অপরাধ করে কেউ রেহাই পাবেনা। সকল শাস্তির বিধান করে সকল নাগরিককে সমভাবে বিকশিত হওয়ার সূযোগ করে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বিকশিত হওয়ার আগেই ত্বকীকে হত্যা করা হয়। এ লেভেল পরীক্ষ্যা সে তিনশ নাম্বারের মধ্যে ২৯৭ পেলো। যেদিন রেজাল্ট বের হলো সেদিন পাওয়া গেলো ত্বকীর লাশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রতিফলন কি বাস্তবে দেখা যাবে ? মনে হয় না। সাগর-রুনি হত্যাকান্ডের পরে সেসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। একটা বাচ্চা গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপি’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ’য় নিয়া গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ফাঁকা-ফাপা বুলি ছাড়তে অভ্যস্থ।
তারপরে আশায় বুক বাঁধি। এবার হয়তো অন্যবারের মতো হবেনা। ত্বকী হত্যার বিচার সত্যি-ই হয়তো আমরা পাবো। #
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।