গত ১৯ তারিখ ছিলো ব্লগের ছাগু পোন্দানি গ্রুপ এ টিমের জন্মদিন। নীরবেই চলে গেলো জন্মদিন। তাদের কেউই এখন এই ব্লগে নেই। যাও বা শেষ ছিলেন অমি রহমান পিয়াল, তিনিও চলে গেলেন। আমি নিজে দিতাম, মাগার ঐদিন আমার নেটে বসারই সুযোগ হয়নাই। হতাশ হলাম। এই সব আবেগের কথাবার্তা শুনলে অনেকেই ভাগবেন। আবার ছাগুর দল ঝাপিয়ে পড়বে গালিবাজ, ভাকুর, ভাদা, ইন্ডিয়ার দালাল ইত্যাদি বলতে। বলুক, কিছু আসে যায় না। তারা এ টিমকে কেমন ভয় করে তা আমি, আমরা জানি।
এ সম্পর্কে একটা ফেসবুকীয় গল্প- (সাম্প্রতিক)
একজন ব্লগার ত্রিভুজ কে এড দিছেন ফেবুতে। দিয়েই তাকে আস্কাইলেন, ভাই আপনার ব্লগে আমি ব্লকড কেনো?
ত্রিভুজ- আমি মনে করেছি আপনি এ টিমের নিক।
বছর চার হয়ে গেলো এখনো এ টিমের পুন্দানিকে অনেকেই ভুলতে পারেনা।
আসুন সেই জন্মদিনেই কি ধরনের পোস্ট এসেছিলো দেখি-
যে পোস্ট গুলো দেখে ভালো লাগলো-
তেলাপোকাও পাখি আর গোলাম আযম ও ভাষা সৈনিক উৎসর্গ:ধানসিড়ি আর ব্লগের শিবিরদের
পৃথিবীর বৃহত্তম গণহত্যা এবং আমাদের দায়
নিজামী শুয়োররে লয়া দুইখান জুকস ( হাওলাত করছি )
সাংবাদিক/প্রতিবেদকদের দায়িত্বহীন মূর্খতা: ছাগুস
এবার আসুন দেখি এ টিমের জন্মদিনে খোঁয়াড় থেকে বের হয়ে আসা কিছু ছাগুর পোস্ট -
আগে ড. কামালের বিচার করতে হবে-নিজামী
জোক অব দি ইয়ার - যুদ্ধাপরাধীর বিচার করা হবে
চিন্হিত জামাত-শিবির, এ টিম নেই দেখে ফাল পাড়ে এমন তিনজন ব্লগারের পোস্টও আছে! যাদের দুইজনকে দেখেছি সরাসরি বাংলাদেশ বিরোধী পোস্ট দিতে-
চুরির অপরাধে দিনভর সিলিং ফ্যানে ঝুলিয়ে শিশু নির্যাতন -ধানসিঁড়ি
বিএনপি-র কর্মসূচী হতাশ করেছে সততার আলো
আসুন আমরা আওয়ামী হরতালের দৃশ্য উপভোগ করি স্পাইডার
এ টিম থাকলে এদের জীবনেও সাহস হতো না ব্লগে ঢুকার।
ও আচ্ছা, যারা নতুন তারা বলবেন ভাই, কি প্যান প্যান করতাছেন! এ টিম কি? এইডা কি খায় না মাথায় দেয়?
তাদের জন্য-
আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা )
আজ আমরা যে ছাগু বলি, তার শুরু কোথা থেকে জানেন? এ টিমের বিখ্যাত ব্লগার মুখফোঁড় এটার পেছনে বেশী অবদান রাখলেও নাম রেখেছিলেন অরুপ নামক একজন ব্লগার।
একটি শিশুর জীবনের জন্য কেনো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়? , ছাগলাদ্য , রামছাগল ও খোঁয়াড় কাহিনী , মুখফোড়-এনার পুরা ব্লগই একেকটা ক্লাসিক!
তো কি হতো এ টিম থাকলে?
একজন চিন্হিত যুদ্ধাপরাধীর মেয়ে, যাকে এ টিম ফারজানা মহাবুবস বলে ডাকতো, তার আস্ফালন বন্ধ হতো। যারা পুরাতন ছাগু যেমন শাওন অফ প্যারিস, আমি ছাগু পোন্দাই বলে আমাকে নিয়ে নোংরামো করার সাহস পেতো না।আমি নাকি আজমেরীর টাকা মেরে খেয়েছি! প্রমানের অভাবে পোস্ট সরিয়ে নিয়েছে শয়তান টা। । কল্পিত ইতিহাস রচনা বন্ধ হতো, যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেও রেহাই পেতো না কেউ, যারা যুদ্ধাপরাধীদের কথা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে পাকিদের বিচারের(যারা সবাই প্রায় মারা গেছে) বলতো না। অন্যদিকে নজর ফেরাতেও ব্যাস্ত থাকতো না। । মুক্তিযোদ্ধাদের কুকুরের বাচ্চা বলা কামরুজ্জামানের ছেলে ওয়ামি, ওয়ালী অন্য নিকে আজো ঘুরে বেড়ায় এই ব্লগে, তাদের সমর্থনে পোস্ট দেয়া ফারজানা আজো বেঁচে থাকে, থাকেনা সেই যোদ্ধারা, থাকেনা সেই অহম! থাকেনা সেই একাত্ববোধ! থাকেনা সেই দেশপ্রেম!
তারা গালি দিতো? হ্যাঁ, দিতো, আমিও দিই, দেবো। কারণ?
আমার পক্ষে তাদের বাক স্বাধিনতা দেয়া সম্ভব না যারা মানবতার বিরোধী, যাদের হাত রক্তে রন্জিত। আমি আমার বোনের ধর্ষনকারীর সাথে একই টেবিলে বসে কেক খেতে পারিনা। আমি সেই সুশীল হতে চাইনা যে ধর্মের নামে মানুষ খুন করার সার্টিফেকেট দেয়। আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু জামাত অনেক ষ্ট্রং তাই তাদের ব্যান করলে তারা চরমপন্হি হবে আর আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। কারন আমি যুদ্ধে যাবার আগে হেরে যায়না। আদর্শের লড়াই হয়, কিন্তু রাতের সমজোতা হয়না। তাই আমি ডিষ্টার্বিং এলিমেনট যে গালি দেয়।
- ডঃ আইজুদ্দিন।
এক বছর আগেও পালিত হয়েছে এ টিমের জন্মদিন। তার আগের বছরও- জন্মদিন ।
এ-টিমের সাফল্য : একবছর পূর্তির প্রাক্কালে :
যতদূর জানা গেলো ততদূর দিলাম-
১. একটা নীতিমালা তৈরী হইছে । যেই নীতিমালায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লেখার জন্য কোন ব্লগারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবার বিধান আছে । যদিও এই নীতিমালা নিয়া অনেক বিতর্ক আছে ,তবু একটা মন্দের ভালো নীতিমালা হিসেবে এইটা মাঝে মাঝে ভালোই কাজে লাগছে ।
২. জামাতি কাটপেস্ট কমছে । আগে জামাতি বুদ্ধিপ্রতিবন্ধীরা দৈনিক সংগ্রাম আর নয়াদিগন্ত থাইকা সরাসরি কাটপেস্ট কইরা লাদি ছড়াইত , এইটা এখন কমছে ।
৩. উগ্রতা কমছে । প্রখ্যাত এক নারী ব্লগারের কাপড় খুইলা ফেলানোর প্রকাশ্য ঘোষনা দিয়াও ছাগুরাম একসময় বীরদর্পে এইখানে ব্লগিং করত, কিন্তু এখন সেইটা সম্ভব হবে না ।
৪. সবচাইতে বড়ো অর্জন হইলো সাধারন ব্লগারদের মাঝে সচেতনতা বাড়ছে । তারা এখন জামাতিদেরকে মোটামুটি একঘরে কইরা ফালাইছে ।
এটা কি এ-টিমের একক সাফল্য :
অবশ্যই না , অবশ্যই না , অবশ্যই না। এটা আসলে রাজাকারদের বিরোধিতা করা সকল ব্লগারের সম্মিলিত সাফল্য । এ-টিম সেই ব্লগারদের একটা অংশ ।
তারওপর, যুদ্ধপরাধীদের বিচার চাই নামে যে ব্যানারটা সামুতে ঝুলছে আজ, তার পেছনেও এ টিমের অবদান আছে।
এ টীমের নীতি মালা
একসময় ব্যান করা হয় এ টিমের সবাইরে.. Click This Link
তার ফলাফল কি দাঁড়ালো? ব্লগ জুড়ে ছাগুদের আস্ফালন?
এ টিমের অনেক বিতর্কিত কাজের বাইরে তাঁদের এ সংগ্রামকে আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি। এ জীবনে হয়তো আরেকটা মুক্তিযুদ্ধ করতে পারবো না, তবে জামাত-শিবির কে ছাড় দিবোনা। এ আমার শপথ, এ আমার প্রতিজ্ঞা।
ভিভা এ টিম
আরো জানতে চাইলে লিংক গুলো পড়ুন-
জাঝা কোথা থেকে এলো- Click This Link
ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট'
নতুন প্রজন্মের জামাতি/ শিবিররা ৭১ এর পর জন্মাইলেও কেন তারা রাজাকার........দেকুন= নিচের এক ছাগলের জন্য প্রযোজ্য
এ টিমের বিবরণ- Click This Link
বিনোদন চাগু- Click This Link
লাল মিয়া -http://www.somewhereinblog.net/blog/toretokkablog
ঠুকেমারি- Click This Link
সংস্থাপক- http://www.somewhereinblog.net/blog/ssblog
ডাক্তার আইজউদ্দিন- Click This Link
হনুমানজী- http://www.somewhereinblog.net/blog/DANGERblog
আগুন!!- Click This Link
যুঞ্চিক্ত- http://www.somewhereinblog.net/blog/Yuktiblog
নোটিস বোর্ড- Click This Link
হোসেইন-দ্য এ টিম- Click This Link
ছাগু শুরু- Click This Link
দি এ টীম- Click This Link
দ্রোহী- http://www.somewhereinblog.net/blog/droheeblog
হাসিব- http://www.somewhereinblog.net/blog/diary
নিধিরাম- Click This Link
জেনারেল- Click This Link
অলৌকিক হাসান- http://www.somewhereinblog.net/blog/kamsblog
সমসের আলম- Click This Link
runningX- Click This Link
চোর- Click This Link (awesome bloggar- bidayee post!!)
হোসেইন- Click This Link
এস্কিমো- http://www.somewhereinblog.net/blog/eskimoblog
একটি সিপিজি প্রোডাকশন