ব্লগে আমি শৈশবের সোভিয়েত শিশু সাহিত্য নিয়ে লিখে থাকি। 'রাশিয়ান শৈশব ' নামে আমার একটা পরিচিতি আছে। হাসিনা খালেদা জামাত নিয়ে আমার কোন পোষ্ট আছে কিনা জানা নেই। আমি এসবের আগে পিছেও নেই।
বেশ কয়েকদিন ব্লগে লিখিনি। ১৮ জুলাইয়ের অভিজ্ঞতা নিয়ে পোষ্ট দিয়েছিলাম আজ। সেই পোষ্ট পড়ে ব্লগার সোনাগাজী বলেছেন 'সোভি্য়েতর বাল্যকাল, নাকি পাকিস্তানী বাল্যকাল?'
মানে উনি বলতে চাইছেন আমি পাকিস্তানপন্থি, ইনিয়ে বিনিয়ে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী বলেছেন।
কেন বলেছেন আমি এর জবাব চাই। আমি এটাকে ব্যক্তি আক্রমণ বলেই ধরে নিচ্ছি। খুব নিকৃষ্ট ব্যক্তিত্ব আক্রমণ। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
আমার বাবা ১৯৭১ সালে দুইবার পাকবাহিনীর হাতে ধরা পড়েন। তিনি ভেড়ামারা থানায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। তাও আবার পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের দিন ।আমার দাদা মাওলানা হবার পরেও পাকিস্তানকে সাহায্য করেনি বলে আমাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়। কারণ 'দাদা সাচ্চা মুসলমান' ছিলেন না।
কোন হিসেবে সোনাগাজী আমার পোষ্ট পড়ে এমন মন্তব্য করলেন। ব্লগে আমি প্রতিবাদ জানিয়ে গেলাম।
আমার পোষ্ট
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১