একদিন আমিও হাঁপাতে হাঁপাতে
কুকুরের মত জিহবা বের করে বসবো
শুকনো পুকুর ধারের পাতাঝরা জামগাছের নিচে
সুশীতলতা আর পানির আশায়।
একদিন অদ্ভুত নিয়মের ফাঁদে নেতিয়ে পড়বে
আমার শ্রান্ত শরীর , ধীরে ধীরে
মাটিতে উর্বরতা বাড়াবে
মিশে যাবে জাম গাছের শিকড়ে- প্রশাখায়
নরম মাটি ভেদ করে শেষ রস টুকু শুষে নেবে
শুকনো তৃষিত পুকুর।
একদিন হঠাৎ করেই ফুরোবে না দিন
সময় আটকাবে না নিয়মের ফাঁদে
বিকেলের সোনালী রোদ দীর্ঘক্ষণ
ঝুলে থাকবে পশ্চিম আকাশের কোনায়।
একদিন সেই জাম গাছের শাখায় শাখায়
উচ্ছল প্রাণচঞ্চলতা দেখা দেবে ফের
ভরা পুকুরের শীতল পানিতে
প্রতিফলিত হবে সুবিশাল
সবুজের ছায়া।
আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটিতে মিশে মিশে।
দিনের এই শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ রাত ১:৪৬