সূত্রঃ তোমার জন্য নিখাদ ভালোবাসার কবিতা
পরজন্মে আশ্বস্ত হইনি
তোমাকে চেয়েছিলাম এই জন্মেই
অন্ধের মত ছুটে চলা এই পৃথিবীর পথে
হোঁচট খেয়েছি বহুবার।
অগত্যা তোমাকে পাবো বলে দু'পা শক্ত করে উঠে দাঁড়িয়েছি ,
সুতীব্র আকুলতায়।
বুভুক্ষ , আকন্ঠ কিংবা তৃষাতুর -
কোন উপমাই যুৎসই হয়না
নাকি চাতকের নির্বাক চাহনিতে নেমে আসবে ঈশ্বর ?
ঈশ্বর নয় , দেবী নয়
নয় রহস্যময়ী নেফারতিতি
একজন মানবী চেয়েছিলাম শুধু ।
মানব মাংসে গড়া , হৃদয়টা যার অতিমাত্রায় কোমল
নীল শাড়ির আঁচল বিছিয়ে দিলে সবুজ ঘাসে নামে আকাশ
অপ্রত্যাশিত বসন্ত নেমে আসে নির্বাক নাগরিকতায়
কাঁচের চুড়ির ঝিনঝিন শব্দে
নতজানু হয় সমস্ত মূর্ছনা
আমি তো মানবীই চেয়েছি , মানবীই শুধু !
ইদানিং আমার জানালায় ভোর হয়।
সূর্যের আলোক ছটা জানালার ফাঁক গলে উঁকি দেয়ার আগেই ,
আলোকিত হয় এক বিশুদ্ধ শুভ্রতায় ;
ঘরের প্রতিটি কোনে প্রতীয়মান এক মানবীর
সরব উপস্থিতি।
এই শুভ্রতার কোন উপমা নেই , নেই কোন বিশ্লেষণ আর
জ্ঞানগর্ভ আলোচনা ,
শুধু অবাধ্য পংক্তিমালার সুনিপুন সন্নিবেশ।
প্রিয়তমা আমার ,
এতকাল পর তোমার জন্য লেখা অবরুদ্ধ প্রেমবান
এই মুহূর্তে রচিত হলো।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২