ছবি ব্লগের জন্য পোস্টটি পড়ে খুব উত্তেজনা বোধ করছি । আধুনিক এ যুগে যে জিনিষটি সব চাইতে সহজ লোভ্য হয়েছে সেটি ছবি তোলা । নাগরিক জীবনের ফাকে ফাকে আমরা সুযোগ পেলেই ছবি তুলে । ছবি ব্লগের পোষ্ট দাতা ও আয়োজকদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা । পুরস্কার জেতা বড় কথা নয় অংশ গ্রহণ ই বড় কথা । এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি । আশা করি সকলেই এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন ।
"জীবন ও জীবিকা" এভাবেই চলছে জীবন ।
"কাক ও বৃক্ষ" এভাবেই আমাদের জীবন কেটে যায় । দিন শেষে আমরা সবাই একা ।
"অপেক্ষা" কেন আশায় বাধী বুক ? এভাবেই অপেক্ষায় থাকি আমরা সবাই, হয় জীবন না হয় মৃত্যুর ।
"অপেক্ষা" এভাবেই আশায় থাকি আমরা ।
"মেঘরাজ" মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে ।
চাদ ও ছায়া
মেঘে ঢাকা চাদ ।
"লক ডাউন"
"প্রত্যাশা" করোনা মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে । চোখে মুখে হতাশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এক শিশু ।
"পাড়াপাড়" করোনার কারণে লক ডাউনের কবলে পুরো বিশ্ব । নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান দ্রুত কমে যাচ্ছে । লক ডাউনের কারণে সব বন্ধ থাকলেও জীবন থেকে থাকেনা । বুড়িগঙ্গা নদীতে যাত্রীর অপেক্ষায় এক মাঝি । তীরে ভিড়তে পারছে না পুলিশের ভয়ে । যাত্রী পেলে টুপ করে পাড়ে এসে যাত্রী নিয়েই চলে যাচ্ছে নদীতে । আমাদের সকলের জীবন যেনো ঝুলে আছে এপার ও পাড়ের মাঝে ।
"মুক্তি" আবার হেসে উঠবে পৃথিবী । সকলে ব্যস্ত হয়ে যাবে আপনা লয়ে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৫৩