ওয়েবসাইট সাইট ডিজাইন :: ফটোশপ পর্ব (১)
ওয়েব ডিজাইন এর ১ম পর্য়ায়ে আমি ফটোশপ নিয়ে আলোচনা করবো..
ওয়েব ডিজাইনে ফটোশপ কেন?
কারণ আমরা সবাই জানি একটা ওয়েব সাইটের অন্যতম উপাদান ফটো । আর এই ফটো ওয়েব সাইটে ব্যবহার করার আগে এডিট করার জন্য দরকার ফটোশপ।
প্রযোজনীয় সফটওয়ার
adobe Photoshop 7.0
ফটোশপ পর্ব (১) :: ফটোর সাইজ কমান
যে কোন ফটো সরাসরি ওয়েবসাইটে ব্যবহার করলে ফটোটি ওয়েবসাইটে দেখাতে অনেক সময় নেয় । তাই ফটোর সাইজ কমানো অতি দরকারি।
যেভাবে করতে হবে:
১) ফটোশপ খুলুন
২) যেকোন একটি ইমেজ নিই যেটি নিয়ে আমরা কাজ করবো। তারপর ইমেজটির properties থেকে সাইজ দেখে নিয়।
যেমন
এটির নরমাল সাইজ 240 KB
৩) ফটোশপে ইমেজটি ওপেন করি
(command
photoshop / file / open / select image)
৪)এবার
file / save for wave
5) 4-Up select করি
6) save for wave পেজের ডানপাশে image formate JPEG করে দিতে হবে।
৭)একই রকম ৪টা ইমেজ শো করবে কিন্তু প্রতিটার সাইজ(KB) ভিন্ন ভিন্ন ।আমরা ২/৩ নং টা select করে পিসিতে save করি।
৮)save করা নতুন ইমেজ এর properties এ দেখা যাবে সাইজ আগের চেয়ে আনেক কমে গেছে
বি:দ্র: ১. আশা করি সবার adobe Photoshop সফটওয়ারটি আছে।যদি কারো সফটওয়ারটি লাগে তবে আমাকে জানাবেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২১