তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালো হতো;
আকাশের কাছে যদি বৃষ্টি চেয়ে নিতাম,
তবে তোমার চোখের কাছে আমার যে চোখের দুর্বলতা কখনো বুঝতে না তুমি।
তোমার কাছে প্রেম চাইবার আগে,
ভালো হতো; যদি পাথরের কাছে দীক্ষা চেয়ে নিতাম,
হয়তো তবে স্থির চিত্তে সয়ে যেতাম শত যাতনা,
তুমিও দেখতে পেতে না আমার ক্ষয়িষ্ণু হৃদয়!
তোমার স্পর্শ পাওয়ার আগে ,
খুব ভালো হতো যদি আগুনে নিজেকে দীর্ঘক্ষণ পুড়াতে পারতাম,
তবে হয়তো,তোমার অবহেলায় হাত ছুড়ে দেয়াতে যে আগুন হৃদয়ে জ্বলে,
বুঝতাম,তা খুব একটা পোড়ায় না!
তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালোই হতো;
যদি কোনো কিছু না চাওয়া শিখতাম,
তবে,এইযে এত্ত না পাওয়ার বেদনা-ই থাকতো না।
ছবি: অনলাইন হতে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮