হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই ......
আমার ভাই তোমার ভাই সালমান ভাই সাল্মান ভাই ...
লিঙ্কান
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজরে কারসাজিতে জড়িতদের নামসহ তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর নেতা সালমান এফ রহমান।
পুঁজিবাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে গঠিত ওই তদন্ত প্রতিবেদন গত বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে জমা পর আবারো খবরের শিরোনামে আসা সালমান রোবাবর বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সরকারিভাবে 'আসল দোষীদের' নাম প্রকাশ করা হলেই সব সন্দেহের অবসান হবে।অপ্রকাশিত ওই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে- সেগুলোকে 'গালগল্প ও কানকথা' বলেও উল্লেখ করেছেন তিনি।
"কিছু লোক তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে 'অন রেকর্ড' কথা বলতে শুরু করেছে। সরকারের এখন উচিৎ হবে যতো দ্রুত সম্ভব প্রতিবেদনটি পুরোপুরি প্রকাশ করা।"সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সরকারেরই সম্পত্তি উল্লেখ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশেন ফর পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান বলেন, প্রতিবেদনটি পুরোপুরি না আংশিক প্রকাশ করা হবে তা সরকারই ঠিক করবে।"যারা প্রতিবেদনটির আংশিক প্রকাশ করেছেন, তারা হয়তো একটি অপরাধ করছেন। এটা অপরাধ না হয়ে থাকলেও অবশ্যই অনৈতিক।"কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, "আর দেরি না করে প্রতিবেদনটি প্রকাশ করাই মঙ্গলজনক হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/বিডি/জেকে/২২১৭ ঘ.