আপামনি আপনি কি গত কয়েক মাস ধরে স্বর্গে ঘুমাছছিলেন ?? আপনি ছাড়া দেশের সবাই জানে শাওন অপরাধী
...লিংকান...
ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইব্রাহিম হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে। অপরাধী হলে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের চেয়েও ক্ষমতাধর এমপির বিচার করা হবে।শনিবার বেলা পৌনে ৩ টার দিকে রাজধানী উত্তরায় রাজলক্ষী শপিং কমপ্লেক্স, নর্থ টাওয়ারসহ বিভিন্ন বিপনিবিতান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইব্রাহিম হত্যার ঘটনায় সাংসদ শাওনকে গ্রেপ্তার করা হবে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এমপি শাওন কেন, শাওনের চেয়ে বড় ক্ষমতাধর এমপি'র যদি কোন অপরাধে জড়ানোর প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হবে।"ইব্রাহিম হত্যার ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ব্যাপারে মন্ত্রী বলেন, "ইব্রাহিমের স্ত্রী আমার সাথে দেখা করেছে, সে যেন সঠিক বিচার পায় সে ব্যাপারে তাকে আশ্বস্ত করা হয়েছে।"ঈদবাজারে চাঁদাবাজি নেই বলে দাবি করে মন্ত্রী বলেন, "বিভিন্ন মার্কেট ঘুরে কোন অভিযোগ পাওয়া যায়নি।"
সরকারী দলের নেতাদের সাথে নিয়ে ঈদবাজারে ঘুরলে কেউ অভিযোগ দিতে সাহস পায় না, তাই কেউ অভিযোগ করছে না, সাংবাদিকদের এ বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, "কেউ যদি চাঁদাবাজির শিকার হতো তাহলে অবশ্যই অভিযোগ করতো। আর চাঁদাবাজ সন্ত্রাসী যে দলেরই হোক তাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হবে।"পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।