সাকিব তুই অপরাধী রে...........
শুধু মজা করাই উদ্দেশ্য নয়, টাইগাররা সুন্দরবন ছাড়ার দিকে হাঁটছে। রোহিঙ্গাদের মত আমরাও জাতি নিধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তবে ষ্টাইল ভিন্ন। আমাদের শিক্ষাব্যবস্থা, অর্থনীতির ভরাডুবি, সামাজিক অবক্ষয়, ভেজাল খাদ্যদ্রব্য, দুর্বল অবকাঠামো, আইনের অপব্যবহার, সংস্কৃতি-ঐতিহ্য, একে একে ধবংস হওয়ার মধ্য দিয়েই নিজ দেশে উদ্বাস্তু হওয়ার ষোলকলা পূর্ণ হবে।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সফর থেকে শুরু সেই নৌকাডুবির পালা, নিদাহাস টুফিও দেখলাম, ফাইনালের সেই আত্নঘাতি মুহুর্ত, যা বেদনাতুর না বলে আত্নহত্যার লাইভ টেলিকাষ্ট বলাই শ্রেয় । এরই মাঝে দলে খেলোয়াড় পরিবর্তনের মহোৎসব তো চলছেই। প্রধান কোচ নির্বাচন করা যেন জাতীয় নির্বাচনের মতই জটিল আকার ধারন করেছে। আইপিএল ফেরত আফগান বোলার রশিদ এর কাছে বিশ্বের ১ নং অলরাউন্ডারের নৈপুন্য আর ক্যাপ্টেন্সি ছিল মালদ্বীপের সাথে ব্রাজিলের ফুটবল ম্যাচ এর মত ম্যাড়ম্যাড়ে। সবকিছু ছাপিয়ে অশনি সংকেত টাইগার ক্রিকেটের ঘাড়ে নিশ্বাস ফেলছে।
আন্তর্জাতিক অঙ্গনে আগামী ১৫ বছর শুধু স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ছাড়া আর কিছুই থাকবে না বাংলাদেশের জন্য ? গার্মেন্ট শিল্পের মত ক্রিকেটও কি বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ??
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪