..."সারপ্রাইজ টা কি ? সারপ্রাইজ টা কি মানুষ দু জনা নিজেরা ই ? নাকি কিভাবে প্রপোজ করছে - সেটা ? নাকি কি গিফট দিয়ে সারপ্রাইজ করেছে - সেটা ?
প্রথমেই অভিজ্ঞতার কথা বলে নিই, ওই একটাই সৌভাগ্য ই হয়েছিল একজন মানুষের প্রপোজ করার টাইমটাই থাকার । তো উনার প্রপোজ করার প্রস্তুতি দেখে আমি বলতে বাধ্য হয়েছিলাম -'আজ যদি ওই মেয়ে আপনার এই কষ্ট, আপনার এই আবেগ, আপনার এই অনুভূতি র সামান্য ছিটেফোঁটাও দেখা পেত, তাহলে সে আপনাকে পুরো লাইফে একটা বারও ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও হয়তো বা ভাবতে পারবে না । কিন্তু আফসোস একটাই, সে কোনদিনও এসব নিয়ে ভাববেও না, এর ধারে কাছে দিয়েও যাবে না । শুধু বাইরের টা দিয়েই বাছবিচার করা সাঙ্গ হবে ।'
লেটার । অবশ্য আজকাল এটা বাদ । চ্যাটিং । গিফট ।
চ্যাটিং দিয়ে আজকাল শুরু টা শুরু হয় । তারপর ই ভাবনা - সারপ্রাইজ দিতে হবে । এই সারপ্রাইজ দেয়ার চিন্তায় রাতদিন হারাম হয়ে যায় । মানসিক, শারীরিক কিংবা আর্থিক - কোন টাই বাদ যায় না । তবুও সব কিছুর শেষ কথা - সারপ্রাইজ দিতে হবে ।
যদি আসলেই সে গিফটে 'বিস্ময়াভিভূত' হয়, তবে ই বৃহস্পতির দেখা পাওয়া । নয়তো বা চলতেই থাকে - সারপ্রাইজ দেয়ার নিত্য নতুন পন্থা আবিষ্কার করা ।
কিন্তু এত সব সারপ্রাইজ এর ভিড়ে 'মানুষ' টাই আমার কাছে সারপ্রাইজ গিফট কিনা - সে কথা ভাবার সময় টুকু মাঝখান থেকে হারিয়ে যায় । মানুষ কে পেয়ে ভালোবাসায় অভিভূত হওয়ার চেয়ে, গিফট, রেস্টুরেন্ট, ডেট - দিয়েই মানুষ আজকাল প্রেমের গভীরতা পরিমাপ করা হয় । যার জন্যে ফিলিংস কটা দিন পর কর্পূরের মতো উবে যায় ।
-৫ টা মাস রিলেশনশিপে থাকার পর বলে - 'তোমার প্রতি আমার কোন ফিলিংস নেই ।'
-৬/৭ টা বছর এর প্রেম, 'কিস' টা ই এখন পর্যন্ত সান্ত্বনা । বলে- 'তোমার প্রতি আমার কোন ফিলিংস নেই ।'
-বহুত দিনের রিলেশন ,সেক্সুয়াল ইন্টারকোর্স এখন পাতি ব্যপার । বলে - 'তোমার প্রতি আমার কোন ফিলিংস নেই ।'
ফাঁক ইন ফিলংস । বাংলা ফাঁক । মানে গ্যাপ ।
এই ফিলিংস এর গ্যাপটা এখন হতো না যদি না আগে ফিলিংস টা গিফট এর উপর থেকে মানুষ টার উপর থাকত । যদি 'বিস্ময়াভিভূত' হতো মানুষ টাকে দেখে । ভালোবাসার মানুষ টার প্রতি ফিলিংস টা ধ্রুব সত্য হোক, মানুষ টাকে প্রতিটা দিন একই রকম দেখে, গিফট কে একেক দিন একেক মোড়কে দেখে নয় । কারণ মানুষ টাই ভবিষ্যতের প্রতিটা মূহুর্তের সুখ-দুঃখের ফিলিংসের সাথী । ভাল থাকুক সব সম্পর্কগুলো,পরিপূর্ণতা পাক আজকের ছোট ছোট স্বপ্ন ।"
বি দ্র : প্রেমও ফরমালিনযুক্ত । ইহাই যে সত্য, ইহা ব্যতিত যে অন্যথা আর হবে না - এমনটা নয় ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ১:৩৬