=== একটা বই পড়া শুরু করেছি। অসাধারন একটা বই। নাম "The 7 Habits of Highly Effective TEENS" , লেখক "Sean Covey" ।
এ বইটি টিনএজারদের জন্য অত্যন্ত ভাল একটি বই। লেখক এতে টিনএজারদের জন্য ৭ টি বিশেষ অভ্যাসের কথা বলেছেন। যাতে করে তারা সবার মাঝে নিজেকে প্রকাশ এবং প্রভাব বিস্তার করতে পারে। বইটিতে তাদের বিভিন্ন অভ্যাস, ভাল-খারাপ দুটোই, তুলে ধরা হয়েছে এবং বিশ্লেষন করে দেওয়া আছে। বিভিন্ন অভ্যাস পরিবর্তন বা উন্নত করার প্রক্রিয়া খুবই গোছাল ও সাবলীল ভাবে বর্ননা করা আছে এ বইটিতে। লেখকের বিশ্বাস এ বইটি পড়া মানে একটি অ্যাডভেঞ্চার এবং বইটি পড়ার পর পাঠক নিজেকে নতুন করে ভাবতে শিখবে।
বইটি জাতীয় বেস্ট সেলার হয়েছিল এবং এর প্রায় ২ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।
বইটির শুধুমাত্র ভূমিকা (Preface) পড়েই বইটা সম্পর্কে চরম আগ্রহ জন্মে যায়। এত সুন্দর করে লেখা এবং প্রতিটা লাইন বাস্তব। যা আমরা জানি কিন্তু তা সম্পর্কে সচেতন না। বইটির মূল লেখাতেও তাই। প্রতিটা পাতায় বাস্তব টিনএজারদের জীবনের সত্য ঘটনা, চমৎকার সব আইডিয়া, উপমা, কার্টুন সংযুক্ত করা যাতে পড়তে একঘেয়ে না লাগে। আমার এখনো বেশি পড়া হয়নি। আশা করি বইটি পড়ে একটা বিস্তারিত রিভিও দেব।
টিনএজার কাউকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট একটা বই। আজীজ সুপার মার্কেটে খোঁজ নিলে হয়তো পাওয়া যেতে পারে।
এখানে বইটির ভুমিকা (Preface) টা শুধু তুলে দিলাম। আমি যা বুঝেছি তা নিজের মত করে অনুবাদ করলাম। কিছু স্বল্পতা থাকতে পারে।
================================
ভূমিকা
আমি তোমার বিশ্বস্ত সাথী। আমি তোমার সর্বোচ্চ সাহায্যকারী, অথবা সবচাইতে বড় বাঁধা। আমি তোমাকে শিখরে নিয়ে যাব, অথবা ব্যর্থতায় পর্যবসিত করব। আমি সম্পূর্নই তোমার আদেশের অধীন। কোন কাজ তুমি শুধু অর্ধেক কর এবং বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি তা দ্রুত ও নির্ভূলভাবে সম্পাদন করতে পারব।
আমাকে তুমি খুব সহজেই ব্যবহার করতে পার- তোমাকে শুধু আমার সাথে বন্ধুভাবাপন্ন হতে হবে। কোন কিছু তুমি ঠিক কিভাবে পেতে চাও, তুমি শুধু আমাকে দেখিয়ে দাও, আমি স্বয়ংক্রিয়ভাবে তা করে দেব। আমি সকল উত্তমের অনুচর এবং একইসাথে সকল ব্যর্থতারও। তারাই সফল যাদের আমি সফল বানিয়েছি, তারাই ব্যর্থ যাদের আমি ব্যর্থ বানিয়েছি।
আমি কোন যন্ত্র নই, যদিও আমি মানুষের বুদ্ধিমত্তা ব্যবহার করে যন্ত্রের মতই কাজ করি। তুমি আমাকে সফলতা লাভের জন্য ব্যবহার করতে পারো অথবা ধ্বংসের জন্যও ব্যবহার করতে পারো- তাতে আমার কিছু যায় আসেনা।
আমাকে কাজে লাগাও, প্রশিক্ষন দাও, আমার সাথে কঠিন ব্যবহার কর- আমি পৃথিবীকে তোমার পায়ে এনে দেব। আর আমকে একটু ছাড় দাও আমি তোমাকে ধ্বংস করব।
আমি কে...???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
আমি তোমার অভ্যাসগুলো...!!
================================
.....................
আমার সর্বশেষ পোস্ট- নকিয়া এন ৯০০
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩