আগের পর্বগুলিঃ
(১) ..:: ভালবাসার চারাগাছ - কেবলই সূচনা ::..
(২) ..:: ভালবাসার চারাগাছ - না বলা কথাগুলো (১) ::..
(৩) ..:: ভালবাসার চারাগাছ - না বলা কথাগুলো (২) ::..
××××××××××××××××××××××××××××××××××
(৪)
..:: ভালবাসার চারাগাছ - অপেক্ষার মধ্যরাত ::..
............. কোন মতে ভাইয়ার বাকি কাজ দ্রুত সেরে সবার কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটির বাসা থেকে খোলা হাওয়ায় বেরিয়ে আসে ছেলেটির। আর তখনি চোখে জমা হয় একরাশ বাঁধভাঙা শ্রাবন বাষ্প ।......
বাইরে এসে আর বাসের জন্য অপেক্ষা না করে সে একটা সিএনজি ঠিক করে নেয় কোনমতে। কারন তার শরীরের শক্তি নিঃশেষ হয়ে আসছিল ক্রমশঃ, কেন জানেনা! হৃদপিন্ড খাঁচা থেকে বের হয়ে আসার প্রবল চেষ্টা করছিল। মনে হচ্ছিল "কি করলাম কি করলাম"।
সিএসজি করে আসার সময় সারাক্ষনই মনযোগ ছিল তার সেলফোনের দিকে। কারন, চিঠিতে সে বলে এসেছিল মেয়েটি যেন একবার তার সাথে যোগাযাগ করে তার চিঠির উত্তর জানায়। ছেলেটির অন্যসব জাগতিক চিন্তা লোপ পেয়ে গিয়েছিল। তার মাথায় ছিল শুধু মেয়েটি, চিঠি আর সেলফোন।
বাসায় ফিরে কোনমতে কাপড় ছাড়ে। তখনো তার চিন্তাগুলো মাথায় অবিরাম ছোটাছুটি করে চলেছে। বাসায় এসে নতুন আর একটি চিন্তা মাথায় ঢোকে। যদি মেয়েটা তার আবদার গ্রহন না করে ! তা হলে কি হবে? ওর সামনে যাবে কিকরে? অস্হির হয়ে পড়ে ছেলেটি। নিজের রুমে চুপটি করে বসে থাকে। নতুন চিন্তা তার চোখে অশ্রুর জোগান দেয়।
এমনি করে সময় গড়িয়ে মধ্যরাত। রাতের খাবারের চিন্তাও তার মাঝে নেই। অসুস্হতার অজুহাতে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে।
রাত দুটোর দিকে হঠাৎ ফোন বেজে উঠে। ছেলেটি চমকে উঠে। এতক্ষন বারান্দায় বসে ছিল। চোখ ঘুম নেই। ফোনের স্ক্রীনে অপরিচিত নম্বর। "হ্যলো"। ওপাশের কন্ঠ শুনে স্তব্ধ হয়ে যায়। এ যে তার বহু প্রতিক্ষিত কন্ঠ। বাকরুদ্ধ হয়ে যায় যেন ছেলেটি। কোনমতে হাই বলে। মেয়েটির কন্ঠ শুনে মনে হচ্ছিল সেও যেন কিছুটা অস্হিরতার মাঝে ছিল। ছেলেটি ক্ষীন স্বরে জিজ্ঞেস করে, "কেমন আছ, কি খবর?"
- "ভালো না।"
- "আই অ্যাম স্যরি।" নতস্বরে উত্তর ছেলেটির।
- "ভাইয়া, আমি একদমই বিশ্বাস করেতে পারিনি যে তুমি এরকম করবে।"
- "আমিও না। কিন্তু আমি আর পারছিলাম না। ওখানে সব লেখা আছে।"
- (কিছুক্ষন নিরবতা)
- "তুমি কি কিছু বলবেনা?"
- "ভাইয়, তুমি তো তোমার সিক্রেট বললে, আমার সিক্রেট শুনবে না?"
বুকের মধ্যে যেন একটা ধাক্কা খায় ছেলেটি। সম্ভাব্য আশংকায় মলিন হয়ে যায়। তবে কি তাকে না পেয়েই হারাতে চলেছে ছেলেটি? এ কি দুঃস্বপ্ন....
পরের পর্ব- (৫) ..::ভালবাসার চারাগাছ- কষ্ট প্রহর::......
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ বিকাল ৪:৪৮