শ
মোদের রক্তে ভেজা বাংলা ভাষা ,সবাই ভাল বাসে
শ্রদ্বাভরে পালন করে, সকল দেশে দেশে ।।
বাংলা ভাষার বর্ণমালা ,বিশ্বে এখন গলার মালা
সবার মাঝে বাংলা ভাষা,মাতৃ ভাষার বেশে ।
অসে যখন ৮ই ফাগুন,জ্বলে তখন রক্ত আগুন
বিশ্ব দেয় ফুলের মালা,শহীদ মিনার এসে ।।
সকল দেশে শহীদের গান,হয়নি বিফল তাদের এ দান,
রক্তে ভেজা মায়ের বুকে ,যারা মিশে আছে ।।।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪