সে দিন বিকেল বেলা দাড়িয়ে বকুল তলা
শুধালে আমায়,
কেন এসে কছে শুধু ভাল বেসে
ডাকিনি তোমায় ?
তখন দুরের পাখি, বলে ছিল ডাকি ডাকি
বেলা অবসান্ ,
প্রভাতের যত কথা ফুলে ফুলে মালা গাঁথা
গোধূলীর গান ।
আঁধারের সাথে সাথে নিহারিকা ছায়াপথে
আকাশে হারায়,
ওপারের খেয়াঘাটে ডাকে মাঝি যেতে তটে
বেলা নাহি আর।
জোয়ারের ভরাজল বয়ে গেল কল কল,
ভাটিতে আবার-
শেষ হলো ডাকাডাকি একা একা বসে থাকি
বেলা বয়ে যায় ।।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫